For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে ১২৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, রয়েছে একাধিক চমক

এদিন মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ১২৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল।

  • |
Google Oneindia Bengali News

এদিন মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ১২৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ অক্টোবর।

মহারাষ্ট্রে ১২৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, রয়েছে একাধিক চমক

বড় নাম হিসাবে তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, চন্দ্রকান্ত পাটিল, শিবেন্দ্র সিংয়ের নাম।

নতুন প্রার্থী তালিকায় বিজেপি ১২ জন বর্তমান বিধায়ককে জায়গা দেয়নি। ৫২ জন বর্তমান বিধায়ককে ফের টিকিট দেওয়া হয়েছে। শিবসেনার সঙ্গে আসন রফা হওয়ার পরই বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

[ ৩৭০ ধারা বিলোপ! বক্তব্য জানাতে কেন্দ্রকে ৪ সপ্তাহ সময় সুপ্রিম কোর্টের][ ৩৭০ ধারা বিলোপ! বক্তব্য জানাতে কেন্দ্রকে ৪ সপ্তাহ সময় সুপ্রিম কোর্টের]

একনজরে ১২৫ জনের প্রার্থী তালিকা

  • নাগপুর দক্ষিণ পশ্চিম - দেবেন্দ্র ফড়নবীশ
  • কোথরুড - চন্দ্রকান্ত দাদা পাতিল
  • শাহাদা (এসটি) - রাজেশ উদেসিং পডবী
  • নন্দুরবার (এসটি) - বিজয়কুমার গাভীত
  • নওয়াপুর (এসটি) - ভারত মানিকরাও গাভীত
  • ধুলে (গ্রামীণ) - ধ্যানজ্যোতি মনোহর বদানে পাতিল
  • সিন্ধখেড়া - জয়কুমার রাওয়াল
  • রাভার - হরিভাউ জাওয়ালে
  • ভূসাওয়াল (এসসি) - সঞ্জয় সাওকারে
  • জলগাঁও (নগর) - সুরেশ (রাজুমামা) ভোলে
  • অমলনার - শিরীশ চৌধুরী
  • চালিসগাঁও - মঙ্গেশ রমেশ চহ্বন
  • জামনার - গিরীশ মহাজন
  • মলকাপুর - চৈনসুখ সঞ্চেতি
  • চিখলি - শ্বেতা মহালে
  • খামগাঁও - আকাশ ফুন্ডকার
  • জলগাঁও (জামোদ) - সঞ্জয় কুটে
  • আকোট - প্রকাশ ভারসকালে
  • আকোলা (পশ্চিম) - গোবর্ধন শর্মা
  • আকোলা (পূর্ব) - রণধীর সাভারকর
  • মুর্তিজাপুর (এসসি) - হরিশ পিম্পল
  • ওয়াসিম (এসসি) - লখন মালিক
  • করঞ্জ - রাজেন্দ্র পাটনি
  • অমরাবতী - সুনীল দেশমুখ
  • দরিয়াপুর (এসসি) - রমেশ বুন্দিলে
  • মোরশি - অনিল বোন্দে
  • আরভি - দাদারাও কেচে
  • হিঙ্গানঘাট - সমীর কুনাওয়ার
  • ওয়ার্ধা - পঙ্কজ ভোয়ার
  • সাভনার - রাজীব পোটদার
  • হিংনা - সমীর মেঘে
  • উমরেদ (এসসি) - সুধীর পারভে
  • নাগপুর (দক্ষিণ) - মোহন মাটে
  • নাগপুর (পূর্ব) - কৃষ্ণ খোপড়ে
  • নাগপুর (সেন্ট্রাল) - বিকাশ শঙ্কররাও কুম্ভারে
  • নাগপুর (পশ্চিম) - সুধাকর দেশমুখ
  • নাগপুর (উত্তর) (এসসি) - মিলিন্দ মানে
  • অর্জুনি-মোরগাঁও (এসসি) - রাজকুমার বদোলে
  • তিরোরা - বিজয় রাহঙ্গাদলে
  • আমগাঁও (এসটি) - সঞ্জয় পুরম
  • আরমোরি (এসটি) - কৃষ্ণা ডি গজবে
  • গড়চিরোলি (এসটি) - দেবরাও হোলি
  • রাজুরা - সঞ্জয় ধোতে
  • চন্দ্রপুর (এসসি) - নানা শ্যামকুলে
  • বল্লারপুর - সুধীর মুঙ্গান্তিওয়ার
  • চিমুর - কীর্তিকুমার (বান্টি) ভাঙ্গদিয়া
  • ওয়ানি - সঞ্জীব রেড্ডি বোদকুরওয়ার
  • রালেগাঁও - অশোক রামজি উইকে
  • ইয়াবৎমাল - মদন মধুকর ইয়েরাওয়ার
  • অর্ণি (এসটি) - সন্দীপ প্রভাকর ধুরভে
  • ভোকার - বাপুসাহেব গোর্তেকার
  • মুখেড় - তুষার রাঠোর
  • হিঙ্গোলি - তানাজি মুটকুলে
  • পার্তুর - বাবনराव দত্তত্রেয় লোনিকার
  • বদনপুর (এসসি) - নারায়ণ কুচে
  • ভোকার্দন - সন্তোষ রাওসাহেব পাতিল দানভে
  • ফুলামব্রি - হরিভাও বাগড়ে
  • ঔরঙ্গাবাদ (পূর্ব) - অতুল সায়ে
  • গঙ্গাপুর - প্রশান্ত বাম
  • চাঁদবাড় - রাহুল আহের
  • নাসিক (সেন্ট্রাল) সৌ দেবায়ণী ফারান্ডে
  • নাসিক (পশ্চিম) সৌ সীমা হায়ার
  • দহনু (এসটি) - পাস্কাল ধনারে
  • বিক্রমগড় (এসটি) - হেমন্ত সাওয়ারা
  • ভাওয়ান্দি (পশ্চিম) - মহেশ চৌগুলে
  • মুরবাদ - কিষাণ কাঠোরে
  • কল্যাণ (পূর্ব) - গণপত কালু গায়কোয়াড়
  • ডোম্বিভলি - রবীন্দ্র চহ্বন
  • মীরা ভায়ান্ডার - নরেন্দ্র মেহতা
  • থানে - সঞ্জয় কেলকার
  • আইরোলি - সন্দীপ নায়েক
  • বেলাপুর - মন্দা মহাত্রে
  • দহিসার - মনীষা চৌধুরী
  • মুলুন্দ - মিহির কোটেচা
  • কান্দিভালি (পূর্ব) - অতুল ভাটখালকার
  • চরকোপ - যোগেশ সাগর
  • গোরগাঁও - বিদ্যা ঠাকুর
  • আন্ধেরি (পশ্চিম) - অমিত সতম
  • ভিলে পার্লে - পরাগ আলাবাণী
  • ঘাটকোপর (পশ্চিম) - রাম কদম
  • ভান্ড্রে (পশ্চিম) - আশিস শেলার
  • সিয়ন কলিওয়াদা - ক্যাপ্টেন তামিল সেলওয়ান
  • ওয়াডালা - কালিদাস কোলম্বকার
  • মালাবার হিল - মঙ্গলপ্রভাত লোধা
  • পানভেল - প্রশান্ত ঠাকুর
  • পেন - রবিশেঠ পাতিল
  • শিরুর - বাবুরাও কাশীনাথ পাচারনে
  • ইন্দাপুর - হর্ষবর্ধন পাতিল
  • চিঞ্চওয়াড় - লক্ষ্মণ জগতপ
  • ভোসারি - মহেশ (দাদা) কিষন ল্যাঙ্গড়ে
  • ভাদগাওল শেরি - জগদীশ মুলিক
  • শিবাজিনগর - সিদ্ধার্থ পদ্মাকর শিরোলে
  • খাদাকওসালা - ভীমরাও তপকির
  • পার্বতী - মাধুরী মিসাল
  • হড়পসার - যোগেশ টাইলেকর
  • পুনে ক্যান্টনমেন্ট (এসসি) - সুনীল কাম্বলি
  • কসবা পেথ - সৌ মুক্তা তিলক
  • আকোলে (এসটি) - বৈভব পিচাড়
  • শিরডি - রাধাকৃষ্ণ ভিখে পাতিল
  • কোপারগাঁও - স্নেহলতা কোলহে
  • নেভাসা - বালাসাহেব মুরকুটে
  • শেভগাঁও - মনিকা রাজালে
  • রাহুরী - শিবাজিরাও কার্ডিলে
  • শ্রীগোন্ডা - বাবনরাও পাচপুটে
  • করজট জামখেড় - রাম শিন্ডে
  • জিওরাই - লক্ষ্মণ পাওয়ার
  • মজলগাঁও - রমেশ আদাস্কার
  • অষ্টি - ভীমরাও ধোন্দে
  • পার্লি - পঙ্কজা গোপীনাথরাও মুন্ডে - পালওয়ে
  • আহমদপুর - বিনায়ক কিষণ যাদব পাতিল
  • নীলাঙ্গা - সম্ভাজী পাতিল নীলাঙ্গেকর
  • আউসা - অভিমন্যু পাওয়ার
  • তুলজাপুর - রানা জগজিৎসিং পা
  • সোলাপুর (নগর) উত্তর - বিজয়রাও দেশমুখ
  • সোলাপুর (দক্ষিণ) - সুভাষ দেশমুখ
  • ওয়াই - মদন প্রতাপরাও ভোঁসলে
  • মন - জয়কুমার গোরে
  • কারাড (দক্ষিণ) - অতুল সুরেশ ভোঁসলে
  • সাতারা - শিবেন্দ্রসিংহ অভয়সিংরাজে ভোঁসলে
  • কোলহাপুর (দক্ষিণ) - অমল মহাদেক
  • ইছালকরঞ্জি - সুরেশ হালওয়ানকার
  • মিরাজ (এসসি) - সুরেশ খাড়ে
  • সাঙ্গলি - সুধীর গডগিল
  • শিরালা - শিবাজিরাও নায়েক
  • জাট - বিলাসরাও জগতপ
English summary
BJP releases first list of 125 candidates for Maharashtra Assembly elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X