For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলিতদের ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ আর কৃষকদের আয় দ্বিগুণের প্রতিশ্রুতি হরিয়ানা বিজেপির ইস্তেহারে

লোকসভা ভোটের থিওরি মেনেই হরিয়ানা বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বিজেপি। দলিত ভোট ব্যাঙ্ক দখলে রাখতে সঙ্কল্প পাত্র প্রকল্পের আওতায় তপশিলি জাতির কল্যাণে ৩ লাখ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ দেওয়ার ক

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের থিওরি মেনেই হরিয়ানা বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বিজেপি। দলিত ভোট ব্যাঙ্ক দখলে রাখতে সঙ্কল্প পাত্র প্রকল্পের আওতায় তপশিলি জাতির কল্যাণে ৩ লাখ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ দেওয়ার কথা লেখা হয়েছে ইস্তেহারে। এছাড়া কৃষকদের বিনাসুদে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

দলিতদের ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ আর কৃষকদের আয় দ্বিগুণের প্রতিশ্রুতি হরিয়ানা বিজেপির ইস্তেহারে

রবিবার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের উপস্থিতিতেই বিজেপির কার্যকরি সভাপতি জেপি নাড্ডা প্রকাশ করেন ইস্তেহার। সেটি হাতে নিয়ে খট্টর বলেছেন রাম রাজ্য তৈরির লক্ষ্যেই এই ইস্তেহার প্রকাশ করা হয়েছে। দুর্নীতি দমনে কোনও আপস নয় আর প্রশাসনিক কাজে স্বচ্ছতাকেই বিশ্বাস করে বিজেপি। সেই ভাবধারা নিয়েই হরিয়ানায় সরকার গড়তে চায় বলে এদিন দাবি করেছেন মনোহর লাল খট্টর।

[ মমতার কাছে গোহারা হলেন মুকুল! পিছিয়ে পড়েও গোলের বন্যায় ছিনিয়ে নিলেন জয়][ মমতার কাছে গোহারা হলেন মুকুল! পিছিয়ে পড়েও গোলের বন্যায় ছিনিয়ে নিলেন জয়]

মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কৃষকদের আয় দ্বিগুণ করার বার্তা দিয়েছিলেন। সেকথা মনে করিয়ে দিয়েই কৃষি প্রধান হরিয়ানায় বিজেপির ইস্তেহারে ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এমনকী ফসলের ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ইস্তেহারে। কৃষক আর দলিতদেক ভোট ব্যাঙ্ক দখলই যে বিজেপির মূল লক্ষ্য সেটা স্পষ্ট হয়ে গিয়েছে এই ইস্তেহারে।

[ চাপের মুখে ঢোক গিলতে হল আইনমন্ত্রীকে,নিজের মন্তব্য ফেরালেন রবিশঙ্কর প্রসাদ][ চাপের মুখে ঢোক গিলতে হল আইনমন্ত্রীকে,নিজের মন্তব্য ফেরালেন রবিশঙ্কর প্রসাদ]

English summary
BJP released the party's manifesto for Haryana Assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X