For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এমসিডি ভোটে টিকিট দেওয়ার জন্য ৮০ লক্ষ টাকা নিয়েছে আপ, স্টিং ভিডিও প্রকাশ করে দাবি বিজেপির

Google Oneindia Bengali News

ভারতীয় জনতা পার্টি সোমবার একটি ভিডিও প্রকাশ করেছে। এটি একটি স্টিং ভিডিও। সেই ভিডিও আপের বিরুদ্ধে। দেখানো হয়েছে যে আপ না কি ভোটে পার্টির টিকিট দেওয়ার জন্য ৮০ লক্ষ টাকা করে নিয়েছে। কার্যত বলতে চাওয়া হচ্ছে যে তাঁরা ভোটের টিকিট বিক্রি করেছে। আর এই টিকিট তাঁরা বিক্রি করেছে এমসিডি ভোটের জন্য।

কে এই স্টিং ভিডিও করেছে?

কে এই স্টিং ভিডিও করেছে?

এক প্রাক্তন আপ সদস্য যার নাম বিন্দু তিনি এই ভিডিও শুট করেছেন এবং তিনি বলেছেন যে তার থেকে ৮০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল ভোটের টিকিট দেবার জন্য।

 কী বলেছেন সম্বিত মহাপাত্র?

কী বলেছেন সম্বিত মহাপাত্র?

বিজেপির মুখপাত্র সম্বিত মহাপাত্র একটি প্রেস কনফারেন্স আয়োজন করে বলেছেন যে, এটা দল সমস্ত স্টিং ভিডিওর মধ্যে সব থেকে সেরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মানুষকে বলেন যে আপনারা দুর্নীতি বন্ধ করার জন্য স্টিং ভিডিও করুন।

আজকে বিন্দু আম আদমি পার্টিকে একদম সবার সামনে এনে বুঝিয়ে দিয়েছে যে তাদের আসলে ভিতরে ভিতরে কী কাজ হয়। এটা দিয়ে তাঁরা মিনিসিপ্যালিটি নির্বাচনের জন্য টিকিট বিক্রি করেছিল।" বিজেপি এই ঘটনার বিষয়ে তদন্তের দাবি করেছেন আপ শীর্ষ নেতাদের বিরুদ্ধে। এর মধ্যে আবার ওই ভিডিওতে নাম নেওয়া হয়েছে দিল্লির মন্ত্রী গোপাল রাই, সৌরভ ভরদ্বাজের।

কেজরিওয়ালের পালটা আক্রমণ

কেজরিওয়ালের পালটা আক্রমণ

কেজরিওয়াল পালটা আক্রমণ করেছেন বিজেপির দিকে। তিনি বলেছেন বিজেপির এটা রোজকার নাটক হয়ে গিয়েছে। প্রত্যেক দিন কিছু না কিছু একটা ভুলভাল তুলে এনে কিছু একটা বলে দেওয়া হচ্ছে। ওঁরা বলল যে মদের উপর নাকি বিরাট বড় কেলেঙ্কারি হয়েছে কিন্তু তদন্তে কিছু বলা হয়নি। তাঁরা বাস নিয়ে বলল কেলেঙ্কারি হয়েছে, রাস্তা নিয়ে কেলেঙ্কারি হয়েছে এবার বলছে টিকিট স্ক্যাম হয়েছে। এরপরেও তদন্তে কিছু বেরিয়ে আসেনি।"

বিন্দু অভিযোগ করেছেন যে তাকে রোহিণী কেন্দ্র থেকে লড়াই করার জন্য টাকা দিতে বলা হয়েছিল। বিন্দুকে সেখানে পুনিত গোয়েলের সঙ্গে আলোচনা করতে বলে দেখা যায়। রোহিণী বিধানসভা কেন্দ্রের ইনচার্জ ছিলেন ইনি। তিনি আবার তাকে বলেছেন যে কীভাবে তাকে টাকা দিতে হবে বলছিলেন।

কী দেখা গিয়েছে ভিডিওতে

কী দেখা গিয়েছে ভিডিওতে

আরেকটি ভিডিওতে। তাকে একই বিষয় নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি আপের উত্তর পশ্চিমের দিল্লি লোকসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। ঘটনা হল আম আদমি পার্টি এবারে ভোটে লড়ছে গুজরাত এবং উত্তরাখন্ডের বিধানসভা নির্বাচনে। দুই জায়গাতেই জেতার সম্ভাবনা বিজেপির বেশি।

English summary
bjp released sting video
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X