For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৭০ ধারা বাতিল নিয়ে জনসমর্থন গড়ে তুলতে তথ্যচিত্র প্রকাশ করল বিজেপি

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে গোটা দেশে প্রচার চালাবে বিজেপি সেকথা তারা আগেই জানিয়েছিল।

Google Oneindia Bengali News

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে গোটা দেশে প্রচার চালাবে বিজেপি সেকথা তারা আগেই জানিয়েছিল। সেই পরিকল্পনা মতোই বুধবার এই ৩৭০ ধারা বিলোপ নিয়ে একটি তথ্য চিত্র প্রকাশ করল তারা। বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই প্রচার অভিযানের মূল আহ্বায়ক। তারাই ১০ মিনিেটর এই স্বল্প দৈর্ঘের ছবিটি প্রকাশ করেন। 'ঐতিহাসিক ভুল' নাম দিয়ে ছবিটি প্রকাশ করা হয়েছে।

৩৭০ ধারা বিলোপ নিয়ে বিজেপির প্রচার

পাখির চোখ এখন কাশ্মীরের বিধানসভা নির্বাচন। ২০২১ সালে সেই নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তার আগে সবরকম প্রস্তুতি সেরে ফেলতে চায় বিজেপি। সেই প্রস্তুতির প্রথম ধাপই হল ৩৭০ ধারা বিলোপের সমর্থনে গোটা দেশে জনসমর্থন গড়ে তোলা। সেই লক্ষ্যেই বুধবার স্বল্প দৈর্ঘের এই ছবিটি প্রকাশ করে বিজেপি।

ছবিতে খলনায়ক নেহরু

ছবিতে খলনায়ক নেহরু

'হিস্টোরিক ব্লান্ডার' নাম দিয়ে ১০ মিনিটের এই স্বল্প দৈর্ঘের ছবিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুকেই খলনায়ক হিসেবে তুলে ধরা হয়েছে। নেহরুর জন্যই কাশ্মীরের এই অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল বলে দাবি করা হয়েছে ছবিতে। সর্দার বল্লভ ভাই প্যাটেল উদ্যোগ নেওয়া সত্ত্বেও নেহরু কাশ্মীরকে দেশের আর পাঁচটা রাজ্যের মতো করে তৈরি হতে দেননি। এমনই দাবি করা হয়েছে ছবিতে।

বিরোধীদের বিঁধতে মরিয়া বিজেপি

বিরোধীদের বিঁধতে মরিয়া বিজেপি

৩৭০ ধারা নিয়ে কংগ্রেসের বিরোধিতাকে সহজে মেনে নিতে রাজি নয় বিজেপি। এই ছবিই তার উদাহরণ। দ্বিতীয়বার বিপুল ভোেট জয়ী হয়ে ক্ষমতায় ফিরে আসার পর থেকে কংগ্রেসকে কেনঠাসা করতে কোনও কসুর করছেন না মোদী, অমিত শাহরা। ৩৭০ ধারা বাতিল নিেয় কংগ্রেসের আন্দরেই শুরু হয়েছে দ্বিমত। অনেক কংগ্রেস সাংসদই প্রকাশ্যে মোদী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এমনকী কাশ্মীরের শেষ যুবরাজও সমর্থন জানিয়েছেন।

একের পর এক কংগ্রেস নেতাদের বিজেপিতে যোগদান দলের অস্তিত্বকে সংকটে ফেলে দিয়েছে। এই সুযোগকে হাতছাড়া করতে চাইছে না বিজেপি। তাই কাশ্মীরের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘুঁটি সাজাতে শুরু করেছে গেরুয়া শিবির।

<strong>[আরও পড়ুন:সুপ্রিমকোর্টে ইয়েচুরির আবেদন! কাশ্মীরের সিপিএম নেতাকে এইমসে ভর্তির নির্দেশ ]</strong>[আরও পড়ুন:সুপ্রিমকোর্টে ইয়েচুরির আবেদন! কাশ্মীরের সিপিএম নেতাকে এইমসে ভর্তির নির্দেশ ]

[আরও পড়ুন: দায়িত্ব নিয়েই দলে বড় পরিবর্তন সনিয়ার! দায়িত্বপ্রাপ্ত নেতার পদমর্যাদা কমালেন][আরও পড়ুন: দায়িত্ব নিয়েই দলে বড় পরিবর্তন সনিয়ার! দায়িত্বপ্রাপ্ত নেতার পদমর্যাদা কমালেন]

English summary
BJP released a short film on abrogation of Article 370
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X