বিজেপি ২০১৮-১৯ অর্থবর্ষে কত কোটি টাকার 'অনুদান' পেয়েছে ! জানিয়ে দিল নির্বাচন কমিশন
দেশ জুড়ে যেখানে আর্থিক মন্দা নিয়ে ক্রমাগত সমালোচনার মুখে পড়ছে বিজেপি সরকার, সেখানে গেরুয়া শিবিরের সিন্দুকে এই অর্থবর্ষে কত টাকা শুধুমাত্র অনুদান হিসাবেই পড়ছে সেই খতিয়ান এবার প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে এই হিসাবে দিয়েছে খোদ গেরুয়া শিবিরই।

৭০০ কোটি টাকার অনুদান
গেরুয়া শিবিরের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, বিভিন্ন শিবির থেকে অনলাইনে ও চেকের মাধ্যমে তাদের কাছে ৭০০ কোটি টাকা শুধুমাত্র অনুদান হিসাবেই এসেছে। যা জমা পড়েছে পার্টি ফান্ডে।

সবচেয়ে বেশি অনুদানের টাকা কে দিয়েছে?
২০১৮-২০১৯ সালের অর্থবর্ষে বিজেপির কাছে অনুদানের যে টাকা এসে পড়েছে, তা এসেছে ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে। আর এই ইলেক্টোলার ট্রাস্টের অন্যতম টাটা গোষ্ঠী। জানা গিয়েছে, প্রাপ্ত অনুদানের অর্থের অর্ধেকই এসেছে টাটাদের তরফে।

আর কোন ট্রাস্টের তরফে এসেছে অর্থ?
টাটাদের ইলেক্টোরাল ট্রাস্টের তরফে এসেছে ৩৫৬ কোটি টাকা। এরপরই রয়েছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট। যারা ৫৪.২৫ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে বিজেপিকে।প্রুডেন্টের সঙ্গে কাজ করে ভারতী, হিরো, জুবিলিয়ান্ট গ্রুপের মতো কর্পোরেট হাউস।

আর কোন কোন শিবির থেকে এসেছে টাকা?
বিজেপি জানিয়েছে , শুধু ট্রাস্ট নয়, তারা আর্থিক অনুদান পেয়েছে ব্যক্তি বিশেষের তরফেও। তবে ২০ হাজার টাকার থেকে বেশি অনুদান তারা চেক ও অনলাইনে গ্রহণ করেছে। আর এই সমস্ত তথ্য তারা জানিয়েছে নির্বাচন কমিশনকে।