For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষে শিবসেনা শিবিরের দ্বারস্থ বিজেপি! বরফ গলাতে ময়দানে 'চাণক্য' অমিত শাহ

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে , কর্ণাটকের বিধানসভা নির্বাচন ও সাম্প্রতিককালে দেশের বিভিন্ন জয়গার উপনির্বাচনের ফলাফলে কিছুটা কোণঠাসা বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে , কর্ণাটকের বিধানসভা নির্বাচন ও সাম্প্রতিককালে দেশের বিভিন্ন জয়গার উপনির্বাচনের ফলাফলে কিছুটা কোণঠাসা বিজেপি। এদিকে, মহারাষ্ট্রে উপনির্বাচনের একটি আসন বিজেপি খুইয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সেখানে পলুস-কারেগাঁওয়ে কংগ্রেস-শিবসেনা জোট বাঁধায় , প্রার্থী তুলে নিতে বাধ্য হয় বিজেপি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতে যায় কংগ্রেস। এরকম একের পর এক ভরাডুবির পর এবার নড়েচড়ে বসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

শেষে শিবসেনা শিবিরের দ্বারস্থ বিজেপি! বরফ গলাতে ময়দানে চাণক্য অমিত শাহ

মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে ফের আঁতাত গড়তে এবার ময়দানে গেরুয়া শিবিরের চাণক্য অমিত শাহ। জানা যাচ্ছে, বুধবার মুম্বয়ে শিবসেনার প্রাক্তন প্রধান বাল ঠাকরের বাসভবন 'মাতশ্রী'-তে যাচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেখানে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করার কথা এই দুঁদে বিজেপি নেতার। বৈঠক ঘিরে বেশ সরগরম মারাঠী রাজনীতি। ২০১৯ সালের লোকসবা নির্বাচনের আগে ঘর গোছাতেই অমিত শাহের এই বৈঠক বলে খবর। শুধু তাই নয়, পদ্মশিবিরের পোক্ত দূর্গ মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতেও এই বৈঠক গুরুত্বপূর্ণ। এর আগে উপনির্বাচনে মহারাষ্ট্রের পলঘরে প্রার্থী দেওয়া নিয়ে বিজেপি-শিবসেনা দ্বন্দ্ব তুঙ্গে ওঠে। মনে করা হচ্ছে সেই মান -অভিমানের পালা চোকাতেই অমিত শাহের এই বৈঠক।

উল্লেখ্য, দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রমেই বিজেপি বিরোধী শক্তিতে উঠে আসছে একাধিক আঞ্চলিক দলের নাম। তৃণমূল থেকে বিএসপি, সমাদবাদী পার্টি বিজেপির বিরোধিতায় এগিয়ে এসেছে। এই প্রেক্ষাপটে মহারাষ্ট্রের আঞ্চলিক দল শিবসেনাকে আর বাড়তি কোনও অ্যাডভান্টেজ দিতে রাজি নয় বিজেপি। এদিকে, আগামীকাল মুম্বইয়ে বিজেপির 'বিশেষ সম্পর্ক অভিযান' অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন অমিত শাহ। যেখানে বিজেপির নেতৃত্বাধীন সরকারের সাফল্যকে তুলে ধরতে চলেছেন বিজেপি সভাপতি। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকেই উদ্ধব ঠাকরের সঙ্গে হাইভোল্টেজ বৈঠকে বসতে চলেছেন অমিত শাহ। বিজেপির দাবি, যেহেতু এনডিএ সরকারের সঙ্গী শিবসেনা, তাই এই অভিযানের অঙ্গ হিসাবেই উদ্ধব-অমিত বৈঠক সংগঠিত হতে চলেছে। যদিও রাজনৈতিক অঙ্ক অন্য কথা বলছে, বলে দাবি ওয়াকিবহাল মহলের।

English summary
BJP reaches out to Shiv Sena, Amit Shah to meet Uddhav Thackeray tomorrow.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X