For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Lok Sabha Election 2024: লোকসভায় জয়ের প্রস্তুতি! 'কঠিন' আসন জয়ের টার্গেট বাড়াল বিজেপি

লোকসভা নির্বাচন মানেই কঠিন লড়াই। বিজেপির কাছে কঠিন লড়াই কেননা, পরপর তিনবার ক্ষমতায় থাকার লড়াই। আর কংগ্রেস-সহ বিরোধীদের কাছে ক্ষমতায় ফেরার লড়াই। ২০২৪-এর লোকসভা নির্বাচনে জয়ের প্রস্তুতি আর কেউ শুরু না করুক বিজেপি

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচন মানেই কঠিন লড়াই। বিজেপির কাছে কঠিন লড়াই কেননা, পরপর তিনবার ক্ষমতায় থাকার লড়াই। আর কংগ্রেস-সহ বিরোধীদের কাছে ক্ষমতায় ফেরার লড়াই। ২০২৪-এর লোকসভা নির্বাচনে জয়ের প্রস্তুতি আর কেউ শুরু না করুক বিজেপি অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে। সেই লক্ষ্যে তাদের হিসেবে রাখতে হচ্ছে জয়ের ক্ষেত্রে কঠিন লড়াইয়ের আসনগুলিও। এই আসনগুলির মধ্যে থেকে টার্গেট বাড়িয়েছে গেরুয়া শিবির।

নাড্ডার সঙ্গে প্রস্তুতি বৈঠক

নাড্ডার সঙ্গে প্রস্তুতি বৈঠক

ইতি মধ্যেই আসনগুলি চিহ্নিত করে সাংগঠনিক নেতাদের দায়িত্ব দেওয়া হয়ে গিয়েছে। সেই কাজ কতটা এগলো এবং ভবিষ্যতে আর কী করা যেতে পারে, তা নিয়ে আলোচনার জন্য রবিবার নেতারা দেখা করেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। আসনগুলির অনেকগুলি রয়েছে বিহার ও তেলেঙ্গানায়। যে কারণে বিজেপির তরফে পটনা এবং হায়দরাবাদে আগামী দিনে বিস্তারকদের নিয়ে প্রশিক্ষণ সভা করবে বলে সূত্রের খবর। সূত্রের আরও খবর বিহারের বৈঠক হতে পারে ২১ ও ২২ ডিসেম্বর এবং হায়দরাবাদে বৈঠক হতে পারে ২৮ ও ২৯ ডিসেম্বর। সূত্রের খবর অনুযায়ী বিহার বিজেপির বৈঠকে বিহার-সহ বাকি রাজ্যগুলির ৯০ টি আসনের ওপরে নজর দেওয়া হবে। আর হায়দরাবাদের বৈঠকে তেলেঙ্গানা-সহ বিভিন্ন রাজ্যের ৭০ টি আসনের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।

কেন কঠিন আসন

কেন কঠিন আসন

জয়ে কঠিন আসন। এই আসনগুলির মধ্যে অনেকগুলি বিজেপি ২০১৯-এর লোকসভা নির্বাচনে হেরেছিল। আবার সেইসব আসনের মধ্যে বেশ কিছু জয়ী আসনও রয়েছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কারণে আসনগুলিতে জয় বিজেপির কাছে চ্যালেঞ্জের। সূত্রের খবর অনুযায়ী, সেই তালিকায় রোহতক এবং বাগপতের মতো আসন রয়েছে, যেগুলি বিজেপি ২০১৯-এর নির্বাচনে জিতেছিল।

তালিকায় রয়েছে বিহারের অনেকগুলি আসন

তালিকায় রয়েছে বিহারের অনেকগুলি আসন

'কঠিন' তালিকায় বিহারের অনেকগুলি আসন রয়েছে। যেগুলি ২০১৯-এর নির্বাচনে নীতীশ কুমারের জেডিইউ জয়ী হয়েছিল। এবার সেই আসনগুলি থেকে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রসঙ্গত ২০১৯-এর নির্বাচনে নীতীশকুমারের জেডিইউ ১৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৬ টি আসনে জয়ী হয়েছিল। অন্যদিকে বিজেপির সহযোগী লোক জনশক্তি পার্টি পেয়েছিল ৬ টি আসন। বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করা সবকটি আসনে জয়ী হয়েছিল।

দায়িত্বে আছেন যেসব নেতারা

দায়িত্বে আছেন যেসব নেতারা

বিজেপির তরফে এইসব আসনগুলির জন্য সাংগঠনিক দায়িত্ব যেসব নেতার হাতে অর্পণ করা হয়েছে, তাঁরা হলেন বিনোদ তাওড়ে, সুনীল বনসালের মতো নেতারা। মোট ১৬০ টি আসনে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কাজ করছে বিজেপি। এইকাজে কেন্দ্রীয় মন্ত্রীদের যুক্ত করার খসড়াও তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ২০১৯-এর নির্বাচনের আগেও একইরকমভাবে কঠিন আসনের তালিকা তৈরি করেছিল বিজেপি। সেই আসনগুলির মধ্যে অনেকগুলিতে জয় পেয়েছিল তারা।

(প্রতীকী ছবি: পিটিআই)

Allahabad University: উত্তপ্ত এলাহাবাদ বিশ্ববিদ্যালয়! ছাত্র-নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষ, ব্যাপক ভাঙচুরAllahabad University: উত্তপ্ত এলাহাবাদ বিশ্ববিদ্যালয়! ছাত্র-নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর

English summary
BJP raises target to win 'difficult' seats in Lok Sabha Election 2024
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X