For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি সরকারে আসলে ১ টাকায় মিলবে ৫ কেজি চাল! ওড়িশার ভোটমঞ্চে প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রীর

গোবলয় ছাড়াও এবার পূর্ব ভারতের বিভিন্ন অংশকে পাখির চোখ করে রেখেছে বিজেপি। পশ্চিমবঙ্গ, ওড়িশা সহ একাধিক জায়গায়থাবা বসানোর সমীকরণে মশগুল বিজেপি শিবির।

  • |
Google Oneindia Bengali News

গোবলয় ছাড়াও এবার পূর্ব ভারতের বিভিন্ন অংশকে পাখির চোখ করে রেখেছে বিজেপি। পশ্চিমবঙ্গ, ওড়িশা সহ একাধিক জায়গায়থাবা বসানোর সমীকরণে মশগুল বিজেপি শিবির। আর সেই লক্ষ্য়ে ওড়িশায় দু'জন হেভিওয়েট বিজেপি সদস্যকে প্রার্থী করে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। এদিকে, ওড়িশায় বিজেপি প্রচারে নেমে কেন্দ্রীয় মন্ত্রী তথা ওড়িশার ভূমিপুত্র ধর্মেন্দ্র প্রধান একাধিত প্রতিশ্রুতিতে সরব হয়েছেন।

বিজেপি সরকারে আসলে ১ টাকায় মিলবে চাল, ডাল! ওড়িশার ভোটমঞ্চে প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রীর

কটকের চৌদ্বারে একটি প্রচার সভায় গিয়ে ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন, বিজেপি ওড়িশায় সরকারে এলে ১ টাকায় ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল ও নুন ৩.২৬ কোটি মানুষকে দেবে বিজেপি সরকার। বিজেপির সভামঞ্চ থেকে এমনই দাবি করে রীতিমত ভোট প্রতিশ্রুতিতে নয়া চমক দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। উল্লেখ্য, বর্তমানে ওড়িশা সরকার ১ টাকায় কেজি চাল গরিবদের উদ্দেশে দিচ্ছে।

[আরও পড়ুন: 'রাজ বব্বরকে জুতো পেটা করব যেখানে পাবো', গুড্ডু পণ্ডিতের হুঙ্কার উত্তরপ্রদেশের মাটিতে][আরও পড়ুন: 'রাজ বব্বরকে জুতো পেটা করব যেখানে পাবো', গুড্ডু পণ্ডিতের হুঙ্কার উত্তরপ্রদেশের মাটিতে]

এছাড়াও দলীয় প্রচারে গিয়ে ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, এই গোটা উদ্যোগই জাতীয় খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় থেকে করা হবে। মঞ্চে তিনি আরও দাবি করেন, ওড়িশায়সরকার এলে সেচ থেকে স্বাস্থ্যের আমূল পরিবর্তন ঘটাবে বিজেপি।

[আরও পড়ুন: 'আক্রান্ত' রূপা, গাড়ি ভাঙচুর! অভিযোগ অস্বীকার তৃণমূলের][আরও পড়ুন: 'আক্রান্ত' রূপা, গাড়ি ভাঙচুর! অভিযোগ অস্বীকার তৃণমূলের]

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
BJP promises 5 kg rice, 1/2 kg pulse and salt for Re 1 to poor in Odisha.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X