For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের ভাঙার চেষ্টার পাশাপাশি ভারতীয় সেনার মনোবল ভাঙছেন রাহুল, তোপ বিজেপি সভাপতি জেপি নাড্ডার

দেশের ভাঙার চেষ্টার পাশাপাশি ভারতীয় সেনার মনোবল ভাঙছেন রাহুল, তোপ বিজেপি সভাপতি জেপি নাড্ডার

  • |
Google Oneindia Bengali News

গতকালই এক টুইট বার্তায় ভারত-চিন সংঘাতের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলতে দেখা যায় কংগ্রেস নেতা হুল গান্ধীকে। এই যুদ্ধ পরিস্থিতিতেও চিনা সংবাদমাধ্যমের মুখে কেন মোদীর জন্য প্রশংসা শোনা যাচ্ছে সেই বিষয়েও তোপ দাগেন তিনি। এবার রাহুলের মন্তব্যের পাল্টা দিতে দেখা গেল সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে। তাঁর যুক্তি বর্তমানে দেশের ভাঙার চেষ্টার পাশাপাশি ভারতীয় সেনার মনোবল ভাঙছেন রাহুল।

ভারতীয় সেনার মনোবল ভাঙছেন রাহুল

ভারতীয় সেনার মনোবল ভাঙছেন রাহুল

বিজেপির এই শীর্ষ নেতার দাবি এই সঙ্কটকালীন পরিস্থিতিতে দেশকে ভাগ করে দিতে চাইছেন রাহুল গান্ধী। ভারতীয় সেনার মনোবলও রাহুল ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন জেপি নাড্ডা। লাদাখে ভারত-চিন সংঘর্ষের পরে সীমান্ত সমস্যা মেটাতে ও পাল্টা বদলা নিতে মোদীর ব্যর্থতা প্রসঙ্গে গত সপ্তাহ থেকেই একাধিক প্রশ্নবান ছুঁড়ছেন রাহুল।

কংগ্রেসের যুক্তি চিনের হাতে ভারতের অংশ তুলে দিচ্ছেন স্বয়ং মোদী

কংগ্রেসের যুক্তি চিনের হাতে ভারতের অংশ তুলে দিচ্ছেন স্বয়ং মোদী

এদিকে শুক্রবারের সর্বদলীয় বৈঠকে মোদী বলেন, " লাদাখে কেউ আমাদের সীমান্ত পেরিয়ে ঢুকে আসেনি। ওখানে আমাদের এলাকায় কেউ ঢুকেও বসে নেই। আমাদের কোনও সেনা চৌকি অন্য কারও দখলেও নেই।" এর পরেই নরেন্দ্র মোদীকে ‘সারেন্ডার মোদী' বলে তোপ দাগেন রাহুল। এই প্রসঙ্গে কেন্দ্রের তীব্র সমালোচনা করে কংগ্রেসের যুক্তি চিনের হাতে ভারতের অংশ তুলে দিচ্ছেন স্বয়ং মোদী। কার্যত আত্মসমর্পন করছে নয়াদিল্লি।

কংগ্রেসকে পাল্টা তোপ বিজেপির

কংগ্রেসকে পাল্টা তোপ বিজেপির

এরপরেই রাহুলকে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটতে দেখা যায় বিজেপিকে। গতকালই এর জবাব দেন জেপি নাড্ডা। রাহুল গান্ধীকে বিঁধে কটাক্ষের সুরে তিনি বলেন, "আপনি বলেছেন, নরেন্দ্র মোদী আসলে সারেন্ডার মোদী। তার মানে আপনি বলতে চাইছেন, মোদীজি শুধুই সাধারণ মানুষের নেতা নন। উনি ভগবানেরও নেতা। ভগবানও আপনাদের সঙ্গে নেই।" এবার এদিন ফের রাহুলে আক্রামণের রাস্তায় গেলেন তিনি। প্রশ্ন তুললেন কংগ্রেসের সঙ্গে চিনের সম্পর্ক নিয়েও।

 রাহুলকে কটাক্ষ করে টুইটারে কি লিখলেন জেপি নাড্ডা ?

রাহুলকে কটাক্ষ করে টুইটারে কি লিখলেন জেপি নাড্ডা ?

কংগ্রেস চিনের কাছে বিক্রি হয়ে গেছে বলে এদিন তীব্র কটাক্ষ করতে দেখা যায় জেপি নাড্ডাকে। কংগ্রেস-চিন সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলে এদিন তিনি টুইটারে লেখেন, " চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে চুক্তি সাক্ষর করেছে কংগ্রেস। তারপর তারা চিনের কাছে আত্মসমর্পনও করে। ডোকলাম ইস্যুর সময় রাহুল গান্ধী সরাসরি চিনা দূতাবাসেও গিয়েছিলেন। দেশের এই কঠিন সময়ে তিনি দেশ ভাগের চেষ্টা করছেন একইসাথে সশস্ত্রবাহিনীর মনোবলও ভাঙার চেষ্টা চালাচ্ছেন। এটা চিন চিন-কংগ্রেস চুক্তির ফলাফল ? "

চাপের মুখে মাথা নোয়াল চিন, গালওয়ান ভ্যালিতে পিছু হঠছে লালফৌজ, নৈতিক জয় ভারতেরচাপের মুখে মাথা নোয়াল চিন, গালওয়ান ভ্যালিতে পিছু হঠছে লালফৌজ, নৈতিক জয় ভারতের

English summary
Besides trying to break the country, Rahul is breaking the morale of the Indian Army, says JP Nadda,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X