কংগ্রেসের পরিবারতন্ত্রের কোপে কী ঘটেছিল সিয়াচেনে, হাটে হাঁড়ি ভাঙলেন জেপি নাড্ডা
লাদাখ নিয়ে প্রথম থেকেই বেসুরো গাইছে কংগ্রেস। লাদাখের জমি চিনের দখলে চলে গিয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একেরপর এক টুইটে মোদী সরকারের ব্যর্থতা নিেয় আক্রমণ শানিয়েছেন তিনি। তার প্রেিক্ষতেই পাল্টা আক্রমণ শানালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি সিয়াচেনে প্রসঙ্গ েটনে কংগ্রেসের পরিবারতন্ত্রকে বিঁধলেন।

রাহুলের আক্রমণ
লাদাখ সীমান্তে চিনের আস্ফালন নিয়ে একের পর এক টুইটে মোদী সরকারকে আক্রমণ করেছে রাহুল গান্ধী। লাদাখ সীমান্তে ভারতীয় ভূখণ্ডে লালফৌজ ঢুকে পড়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি। এমনকী লাদাখের জমি মোদী সরকার চিনের হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

পাল্টা আক্রমণ বিজেপির
লাদাখ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বুধবার কড়া টুইটে রাহুলকে বিঁধেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। যা দেশে আগে কখনও ঘটেনি মোদী সরকার তা করে দেখিয়েছেন। সেনাবাহিনীর প্রতি দেশবাসীর আস্থা এবং ভরসা জন্মেছে। যে সেনাবাহিনীকে একসময় নিজেদের স্বার্থে ব্যবহার করত কংগ্রেস। সেনাবিহীনর সঙ্গে একাত্ম হয়েছে দেশের মানুষ। যা গত কয়েক দশকে দেখা যায়নি বলে অভিযোগের আঙুল তুলেছেন কংগ্রেসের দিকে।

সিয়াচেন সীমান্ত কাণ্ড ফাঁস
রাহুলকে আক্রমণ করতে গিয়ে সিয়াচেন সীমান্ত নিয়ে কংগ্রেসের গোপন তথ্য প্রকাশ্যে এনে ফেলেছেন জেপি নাড্ডা। তিনি টুইটে লিখেছেন শুধুমাত্র একটি পরিবারের জন্য দেশের সিয়াচেন সীমান্তের কয়েক হাজার কিলোমিটার হাতছাড়া হয়েছে ভারতের। সিয়াচেন হিমবাহের প্রায় পুরোটাই বেদখল হয়ে গিয়েছে কংগ্রেসের আমলে। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন নাড্ডা।

পরিবারতন্ত্র কায়েমের চেষ্টা
বিজেপির সর্বভারতীয় সভাপতি অভিযোগ করেছেন, একটি পরিবারের অভিযোগ কখনও গোটা দেশের মতামত হতে পারে না। রাহুল অকারণে গান্ধী পরিবারের মতামতকে জনতার মতামত বলে দাবি করতে চাইছেন। তাঁদের এই পরিবারতান্ত্রিক প্রচেষ্টার জন্যই লোকসভা ভোটে মুখ ফিরিয়ে নিয়েছিল মানুষ। এমনই অভিযোগ করেছেন তিনি।

দৈনিক করোনা আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড, এবার মহারাষ্ট্রকেও ছাড়িয়ে গেল দিল্লি