For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা দেশের নিরাপত্তা নিয়ে খেলছেন! দোসর কংগ্রেস, ‘গৃহযুদ্ধ’-নিশানার পাল্টা অমিতের

মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন গৃহযুদ্ধ বাধবে? দেশের নিরাপত্তা নিয়ে খেলছেন তো তিনিই। কংগ্রেসকে সঙ্গে করে বিপাকে ফেলছেন দেশকে। বার্তা দিলেন অমিত শাহ।

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন গৃহযুদ্ধ বাধবে? দেশের নিরাপত্তা নিয়ে খেলছেন তো তিনিই। কংগ্রেসকে সঙ্গে করে বিপাকে ফেলছেন দেশকে। একবার গৃহযুদ্ধের ভয় দেখিয়ে দেশভাগ করা হয়েছে। এখন কী বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অবিলম্বে তা পরিষ্কার করুক তৃণমূল কংগ্রেস, বার্তা দিলেন অমিত শাহ। মঙ্গলবার অসমের এনআরসি ইস্যুতে বাংলার তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কঠোর সমালোচনা করেন।

মমতা দেশের নিরাপত্তা নিয়ে খেলছেন! দোসর কংগ্রেস, ‘গৃহযুদ্ধ’-নিশানার পাল্টা অমিতের

এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য ব্যক্তিগত আক্রমণ করতেও তিনি ছাড়েননি। তিনি বলেন, মমতাজি, এ ব্যাপারে আপনার জ্ঞানকে আর একটু প্রকট করুন। ভেবে দেখুন, আপনি যে বার্তা দিচ্ছেন, তাতে দেশ আরও সমস্যার পড়বে কি না। আপনি অভিযোগ করেছেন, আমরা ভোটের রাজনীতি করছি। কিন্তু আদতে এটাই সত্যি যে, আমরা ভোটের রাজনীতি করছি না। ভোটের রাজনীতি করছেন আপনিই।

অমিত শাহ বলেন, আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করছি। আমরা চাইছি দেশ আরও নিরাপদ থাকুক। দেশকে নিরাপদ রাখতে গেলে যা করণীয়, সেটাই করা হয়েছে। আর আপনি অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছেন। কংগ্রসকে সঙ্গে নিয়ে আপনি দেশের নিরাপত্তা বিঘ্নিত করছেন। আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি, অসমের জাতীয় নাগরিক পঞ্জি দেশের নিরাপত্তার সহায়ক হবে।

কিন্তু আশঙ্কা এই যে, অনুপ্রবেশকারীদের প্রবলভাবে উৎসাহিত করা হচ্ছে। তাহলে কীভাবে সীমান্ত সমস্যা মিটবে দেশের, কীভাবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় থাকবে? প্রশ্ন তোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি অনুপ্রবেশকারীদের উৎসাহিত করা প্রসঙ্গে তির ছোড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর তৃণমূল কংগ্রেস এনআরসি নিয়ে সবথেকে বেশি সরব হওয়ায় তিনি একহাত নেন বাংলার মুখ্যমন্ত্রীকে।

[আরও পড়ুন:বাংলাতেও নাগরিকত্ব যাচাই! মমতার বিরুদ্ধে তোষণ-রাজনীতির অভিযোগ কৈলাশের ][আরও পড়ুন:বাংলাতেও নাগরিকত্ব যাচাই! মমতার বিরুদ্ধে তোষণ-রাজনীতির অভিযোগ কৈলাশের ]

উল্লেখ্য, সোমবার এনআরসি-তে অসমের ৪০ লক্ষ নাগরিকের নাম বাদ পড়ায় মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অভিযোগ করেন, এইসব বিজেপি নির্বাচনী গেমপ্ল্যান। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে বিজেপি নাম-পদবি দেখে দেখে নাম বাদ দিয়েছে। আসলে এটা বাঙালি খেদাও অভিযান। তিনি মানবতা ও আগুন নিয়ে খেলতে নিষেধ করেন।

তারই পরিপ্রেক্ষিতে এদিন সরব হন অমিত শাহ। তিনি একেবারে নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। এনআরসি নিয়ে আরও জ্ঞান সঞ্চয়ের পরামর্শ দেন। আর বলেন অবিলম্বে অবস্থান স্পষ্ট করতে। শুধু তৃণমূলকেই নয়, তিনি কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দল, যাঁরা এনআরসি-র বিরোধিতা করছে, সবাইকেই অবস্থান স্পষ্ট করতে অনুরোধ করেন।

[আরও পড়ুন:দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি! দিল্লি থেকে বিজেপিকে নিশানা মমতার, দেখে নিন ভিডিও][আরও পড়ুন:দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি! দিল্লি থেকে বিজেপিকে নিশানা মমতার, দেখে নিন ভিডিও]

English summary
BJP president Amit Shah attacks Mamata Banerjee on NRC issue of Assam. He says that Mamata Banerjee is playing with border security of India,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X