For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস 'থ্রি-ডি' পার্টি, কর্ণাটকে রাহুল গান্ধীকে আক্রমণে ঝড় তুললেন অমিত শাহ

বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ প্রচারে গিয়ে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন। কংগ্রেসকে থ্রি-ডি দল বলেও কটাক্ষ করেছেন অমিত।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে ভোটের প্রচারে ধীরে ধীরে ঝড় তোলার চেষ্টা করছে বিজেপি। প্রথমে প্রধানমন্ত্রী ও এবার ফের বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ প্রচারে গিয়ে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন। কংগ্রেসকে থ্রি-ডি দল বলেও কটাক্ষ করেছেন অমিত।

কংগ্রেস 'থ্রি-ডি' পার্টি, কর্ণাটকে আক্রমণে ঝড় অমিত শাহের

শাহের কথায় থ্রি-ডি হল - দাদাগিরি, ধোঁকা ও পরিবারতন্ত্র। কালবুর্গিতে সভায় এভাবেই রাহুল গান্ধীদের আক্রমণ শানিয়েছেন বিজেপি সভাপতি। এই অঞ্চলটি কংগ্রেসের হেভিওয়েট নেতা মল্লিকার্জুন খারগের লোকসভা এলাকা। সেখানেই আক্রমণ করে প্রচারে নতুন মাত্রা যোগ করেছে বিজেপি।

কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বিজেপি সভা করছে। উত্তর কর্ণাটকে ২দিনে ১৭টি সভা করেছেন অমিত। কর্ণাটকে ওবিসিদের বড় ভোটব্যাঙ্ক রয়েছে। সেখানে টার্গেট করে সিদ্দারামাইয়াকে দুর্বল করার চেষ্টা করছেন অমিত। তাঁর অভিযোগ, কেন্দ্র ওবিসিদের জন্য যে প্রকল্প চালু করেছে তা রাজ্যে চালু করতে দিচ্ছে না সিদ্দারামাইয়া সরকার। ফলে ওবিসিরাই সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসকে সরকার থেকে সরাবে বলে মনে করছেন তিনি।

এদিকে বিজেপির শক্ত ঘাঁটি উত্তর-পশ্চিম কর্ণাটকে আবার বেশি সভা করছেন রাহুল গান্ধী। সেখানে দলিত ভোটব্যাঙ্ক বেশি রয়েছে। এই এলাকায় নিজেদের প্রচারকে জোরদার রাখছে কংগ্রেস। আগামী দুমাসের মধ্যেই কর্ণাটকে ভোট হওয়ার কথা। রাজ্যে ক্ষমতা আসা নিশ্চিত করতে এখন থেকেই দুই দল নিজেদের মতো করে লড়াই শুরু করে দিয়েছে।

English summary
Amit Shah attacks Congress in Karnataka named Rahul Gandhi's party as '3D party'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X