For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র দখলের ছক কষছে বিজেপি, নাগরিকত্ব আইনকে ‘বোড়ে’ করে শিবসেনাকে সন্ধি-প্রস্তাব

নাগরিকত্ব আইনকে ঘুঁটি সাজিয়ে মহারাষ্ট্র দখলের ছক কষছে বিজেপি। যে বিজেপি কয়েকদিন আগে শিবসেনার মুখ্যমন্ত্রী পদে ৫০-৫০ ফর্মুলার তত্ত্বের বিরোধিতা করেছিল, তারাই এখন প্রস্তুত মহারাষ্ট্রে শিবসেনাকে সমর্থন দ

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব আইনকে ঘুঁটি সাজিয়ে মহারাষ্ট্র দখলের ছক কষছে বিজেপি। যে বিজেপি কয়েকদিন আগে শিবসেনার মুখ্যমন্ত্রী পদে ৫০-৫০ ফর্মুলার তত্ত্বের বিরোধিতা করেছিল, তারাই এখন প্রস্তুত মহারাষ্ট্রে শিবসেনাকে সমর্থন দিতে। কংগ্রেস যেভাবে কর্ণাটকে জেডিএসকে সমর্থন করেছিল, একই পন্থায় মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি হাত থেকে শিবসেনাকে মুক্ত করতে চাইছে বিজেপি।

বিজেপি এখন উদ্ধব ঠাকরেকে সমর্থন দিতে প্রস্তুত

বিজেপি এখন উদ্ধব ঠাকরেকে সমর্থন দিতে প্রস্তুত

বিজেপি এখন উদ্ধব ঠাকরেকে সমর্থন দিতে প্রস্তুত। বিনিময়ে মহারাষ্ট্রে চালু করতে হবে নাগরিকত্ব আইন। কংগ্রেস ও এনসিপি-র বিরোধিতা সত্ত্বেও মহারাষ্ট্রে এই আইনটি লাগু করতে এমনই পন্থা নিল বিজেপি। প্রয়োজনে শিবসেনা মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়ে মহারাষ্ট্রে সরকার গড়তে বদ্ধপরিকর পদ্ম শিবির।

শিবসেনার জন্য বিজেপির দরজা সবসময় খোলা

শিবসেনার জন্য বিজেপির দরজা সবসময় খোলা

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ একটি টিভি সাক্ষাত্কারে বলেন যে, শিবসেনার জন্য বিজেপির দরজা সবসময় খোলা থাকে। অন্যদিকে বিজেপি নেতা আশীষ শেলার বলেন, এই পরিস্থিতিতে সেনাকে সমর্থন দিতে বিজেপি প্রস্তুত রয়েছে। শিবসেনার উচিত নয় তার মূল আদর্শকে ত্যাগ করে কংগ্রেস-এনসিপির সঙ্গে সরকার চালানো।

নাগরিকত্ব আইন বিষয়ে বিজেপির দাবি

নাগরিকত্ব আইন বিষয়ে বিজেপির দাবি

বিজেপির দাবি, নাগরিকত্ব আইনটি মহারাষ্ট্রের পাশাপাশি জাতিরও স্বার্থ জড়িয়ে রয়েছে। তাই মুখ্যমন্ত্রীর উচিত এটি কার্যকর করা। যদি এটি করা তাঁর সরকারকে পতনের মুখে নিয়ে আসে, তবে বিজেপি সরকারকে বাঁচাতে শিবসেনার সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত।

সিএবি নিয়ে শিবসেনার দু-কক্ষে দুই মত

সিএবি নিয়ে শিবসেনার দু-কক্ষে দুই মত

উল্লেখ্য, শিবসেনা লোকসভায় বিলটি সমর্থন করেছিল। কিন্তু রাজ্যসভায় ভোট দেওয়া থেকে বিরত ছিল। শিবসেনার অবস্থানের পরিবর্তনের কথা উল্লেখ করে বিজেপি জানায়, এসব রাজনীতিতে গৌণ। অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া বিজেপির মূল লক্ষ্য এবং তাই শিবসেনা যদি সিএএ প্রয়োগের সিদ্ধান্ত নেয়, তবে সরকার চালিয়ে যেতে শিবসেনাকে সমর্থন করতে প্রস্তুত তারা।

English summary
BJP plays card to occupy Maharashtra by Citizens Amendment Act. BJP prepares to support Shiv Sena in Maharashtra if they implement the act.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X