For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটের প্রচারে দেশের প্রতিটি ঘরে পৌঁছানোর অভিনব পরিকল্পনা বিজেপির

সারা দেশের মোট ৫৪৩টি আসনকে মাথায় রেখে ২০০টি কলসেন্টার খুলতে চলেছে গেরুয়া শিবির।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা ভোটে জিততে বিভিন্ন দল এখন থেকেই কৌশল তৈরির কাজ শুরু করে দিয়েছে। শাসক দল বিজেপির দায়িত্ব ও চাপ এবার অনেক বেশি। গতবারের ভোটে কোনও প্রত্যাশা ছিল না। সকলকে চমকে বিজেপি ক্ষমতায় এসেছে। এবার সেটা ধরে রাখাই হবে মস্ত চ্যালেঞ্জ। এবং সেকথা মাথায় রেখে ঝাঁপাচ্ছে বিজেপি। সারা দেশের মোট ৫৪৩টি আসনকে মাথায় রেখে ২০০টি কলসেন্টার খুলতে চলেছে গেরুয়া শিবির। ২-৩টি কেন্দ্র মিলিয়ে একটি কলসেন্টার কাজ করবে।

কলসেন্টার স্থাপন

কলসেন্টার স্থাপন

এই কলসেন্টারগুলি স্থানীয় নেতা-কর্মীদের ফিডব্যাক দেবে। কেমন প্রার্থী হবে, কেমন ধরনের সভার আয়োজন করতে হবে তা জানাবে। এছাড়া সরকারি প্রকল্পগুলির সুবিধা কারা পেয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। তাদের অভাব অভিযোগ শোনা হবে। এজন্য দায়িত্ব দেওয়া হয়েছে দলের অন্যতম সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে।

খোলা হবে ২০০টি কলসেন্টার

খোলা হবে ২০০টি কলসেন্টার

এর মধ্যে প্রায় ২০টি কলসেন্টার খোলা হয়ে গিয়েছে। তাতে ১২-১৫ জন করে কাজ করছেন। প্রধানমন্ত্রী তরফ থেকে নানা সাজেশন পৌঁছে দেওয়া হবে দলের জেলা ইউনিটের কাছে। সেখান থেকে তা সব জায়গায় পৌঁছবে। ২০১৪ সালে ইতিহাস গড়ে ২৮২টি আসন জিতেছিল বিজেপি। ভোট পেয়েছিল ১৭ কোটি ১৭ লক্ষ মানুষের। এবছর ৩৩ কোটি মানুষের ভোট টার্গেট করেছে বিজেপি।

বিশেষ পরিকল্পনা অমিত শাহের

বিশেষ পরিকল্পনা অমিত শাহের

বুথগুলিকে এ, বি, সি, ডি ক্যাটেগরিতে ভাগ করা হচ্ছে। কোন বুথে কেমন ভোট পায় বিজেপি সেই অনুযায়ী ভাগ হচ্ছে। বিজেপি সভাপতি অমিত শাহ নিজে পরিকল্পনা তৈরি করছেন। স্মার্টফোন ও মোটরসাইকেল রয়েছে এমন কর্মীদের বিশেষভাবে কাজে লাগানো হচ্ছে। এছাড়া এলাকায় মন্দির, পুরোহিতদেরও নিজেদের কাজে লাগাতে পরিকল্পনা করেছে বিজেপি।

[আরও পড়ুন: '১৯৯৬ সাল ফিরবে ২০১৯ লোকসভা ভোটে', কেন এমন পূর্বাভাস দক্ষিণের নেতার][আরও পড়ুন: '১৯৯৬ সাল ফিরবে ২০১৯ লোকসভা ভোটে', কেন এমন পূর্বাভাস দক্ষিণের নেতার]

English summary
BJP plans to set 200 call-centers before Lok Sabha Elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X