For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির 'জনপ্রিয় বউমা' স্মৃতি ইরানি দাঁড়াচ্ছেন কংগ্রেসের 'শাহেজাদা' রাহুলের বিরুদ্ধে

Google Oneindia Bengali News

বিজেপির 'জনপ্রিয় বউমা' স্মৃতি ইরানি দাঁড়াচ্ছেন কংগ্রেসের 'শাহেজাদা' রাহুলের বিরুদ্ধে
নয়াদিল্লি, ১ এপ্রিল : সব জল্পনার ইতি। আমেঠীতে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি। আমেঠীতে কংগ্রেসের জেতার সম্ভাবনা প্রবল। তাই কংগ্রেসের 'ইউথ আইকন' রাহুল গান্ধীকে হারাতে বিজেপির জবাব ভারতের জনপ্রিয় 'বহু তুলসী' ওরফে স্মৃতি। দেশের 'মোস্ট এলিজেবল ব্যাচেলারের' সঙ্গে দেশের 'ফেভারিট বহুর' যুদ্ধতা কতটা জোরদার হয় তা জানতে তো অপেক্ষা করতেই হবে।

অন্যদিকে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে রায় বারেলি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী অজয় আগরওয়ালকে প্রার্থী করেছে বিজেপি। তবে প্রথমে শোনা যাচ্ছিল সোনিয়ার বিরুদ্ধে ঊমা ভারতীকে দাঁড় করিয়ে রায়বরেলির লড়াইটা কঠিন করতে চাইছে বিজেপি। যদিও বিজেপি নেতৃত্বের দাবী, অজয়-সোনিয়া যুদ্ধটাই কম কঠিন হবে না কংগ্রেসের পক্ষে।

সূত্রের খবর অনুযায়ী, রায়বরেলির চেয়ে আমেঠীতেই বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব। আমেঠীতে এবারে ত্রিমুখী লড়াই হবে। যেখানে রাহুল-স্মৃতির পাশাপাশি আপের তরফে দাঁড়িয়েছেন কুমার বিশ্বাস। উত্তরপ্রদেশে ক্ষমতায় থাকা সমাজবাদী পার্টি অবশ্য আমেঠী-রায় বারেলি দুই কেন্দ্রেই প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে।

ঊমা ভারতী নন, রায়ে বারেলিতে সোনিয়ার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বিজেপির অজয় আগরওয়াল

৩৮ বছরের স্মৃতি ইরানির টেলিভিশনের জনপ্রিয় মেগাধারাবাহিক কিউ কি সাঁস ভি কভি বহু থি-র তুলসির চরিত্রে অভিনয় করে প্রায় সব গৃহস্থেই ঢুকে পড়েছেন। রাজনীতির পাশাপাশি টেলিভিশনের এই জনপ্রিয়তা গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে এই কেন্দ্রে একমাত্র মহিলা প্রার্থী হওয়ার সুযোগও পেতে পারেন স্মৃতি। ৭ মে আমেঠীতে নির্বাচনে স্মৃতি তফাৎ গড়তে পারেন বলেই বিশ্বাস বিজেপি নেতৃত্বের।

এদিকে রায় বারেলিতে বিজেপি প্রার্থী দেওয়া নিয়ে প্রাথমিকভাবে অস্বস্তিতে পড়েছিল বিজেপি। সোনিয়ার বিরুদ্ধে ঊমা ভারতীকে দাঁড় করাতে চেয়েছিল বিজেপি। কিন্তু ঊমা সাফ জানিয়ে দেন রায় বারেলির জন্য তিনি ঝাঁসির কেন্দ্র ছাড়তে পারবেন না। তার কিছুদিনের মধ্যেই অবশ্য ফের তিনি জানান, ২টি কেন্দ্র থেকেই নির্বাচনে দাঁড়াতে প্রস্তুত তিনি। যদিও শেষমেশ ঊমাকে রায় বারেলির টিকিট না দেওয়ারই সিদ্ধান্ত নেয় দলের নির্বাচন কমিটি।

তেলেঙ্গানার ১১৯টি বিধানসভা কেন্দ্রের ৪০টি আসনে ও ১৭টি লোকসভা আসনের ৮টিতে প্রার্থী দিতে চায় বিজেপি। পাশাপাশি সীমান্ধ্রের ২৫টি লোকসভা কেন্দ্রের ২-৩ টি আসন এবং ১৭৫টি বিধানসভা কেন্দ্রের কমপক্ষে ২৫টি আসন গ্রহণ করতে রাজি আছে বলেও বিজেপির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে। উল্লেখ্য ৩০ এপ্রিল তেলেঙ্গানায় এবং ৭ মে সীমান্ধ্রে ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে।

English summary
BJP pits favorite 'bahu' Smriti against 'Shahezada' Rahul
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X