For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির গড় মোদীরাজ্যে ৩১ জন মুসলিম প্রার্থীকে নিয়ে ভোটে নামছে গেরুয়া শিবির! বিপক্ষে আসাদউদ্দিনের মিম

বিজেপির গড় মোদীরাজ্যে ৩১ জন মুসলিম প্রার্থীকে নিয়ে ভোটে নামছে গেরুয়া শিবির! বিপক্ষে আসাদউদ্দিনের মিম

  • |
Google Oneindia Bengali News

আগামী ২৮ ফেব্রুয়ারি গুজরাতের ভারুচ দেখতে চলেছে তালুক পঞ্চায়েত ও পুরসভা ভোট। এই ভোট ময়দানে বিজেপির সামনে চ্যালেঞ্জ মুসলিম ও আদিবাসী ভোটব্যাঙ্ক। আর বিপক্ষের শিবিরে রয়েছে আসাদউদ্দিনের দল মিম।

নজরে মুসলিম ভোটব্যাঙ্ক ও মহিলা প্রার্থী দিয়ে মাস্টারস্ট্রোক!

নজরে মুসলিম ভোটব্যাঙ্ক ও মহিলা প্রার্থী দিয়ে মাস্টারস্ট্রোক!

প্রসঙ্গত, গুজরাতের ভারুচের পঞ্চায়েত ভোট ছাড়াও , মোদী রাজযে তালুক পঞ্চায়েত ও পুরভোট মিলিয়ে ৩২০ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সেখানে দেখা গিয়েছে ভারুচে ৩১ জন মুসলিমকে টিকিট দিয়েছে দল। এদিকে, ওই মুসলিম প্রার্থীদের মধ্যে ১৭ জনই মহিলা। ফলে মহিলা ভোটব্যাঙ্ক ও মুসলিম ভোটব্যাঙ্ক টার্গেট করে মুসলিম ও আদিবাসী অধ্যুষিত ভারুচে বিজেপি যে বড় দান খেলেছে তা বলাই বাহুল্য।

বিপক্ষে মিম

বিপক্ষে মিম

কয়েকদিন আগেই ভারুচের ভোটের প্রচারে এসে সেখানের মুসলিমদের পাশাপাশি আদিবাসীদেরও সম্বোধন করতে দেখা যায় মিম নেতা আসাদউদ্দিন ওয়েইসিকে। তাঁর ভাষণে দলিতরাও ছিলেন টার্গেটে।

মিমকে হারিয়ে জয়ের লক্ষ্য বিজেপির!

মিমকে হারিয়ে জয়ের লক্ষ্য বিজেপির!

ভারুচে নিঃসন্দেহে মুসলিম ভোটব্যাঙ্কের ওপরেই ফলাফল নির্ভর করবে। তবে বিজেপি বলছে, এমন প্রেক্ষাপটেও তাদের কোনও ভয় নেই। কারণ কংগ্রেসের নেতা আহমেদ প্যাটেল থাকা সত্ত্বেও বিজেপি সেখানে সদর্পে এগিয়েছে। এখন মিম এসেও বিজেপির মুসলিম ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারবে না।

 কংগ্রেসের ঘরে ভাঙন

কংগ্রেসের ঘরে ভাঙন

এদিকে, গুজরাতের ভাগরা এলাকায় কংগ্রেসের ঘরে ভাঙন ধরিয়ে সেখান থেকে ইমরান ভট্টিকে দলে নিয়েছে বিজেপি। যাঁকে টিকিটও দিয়েছে তারা। এই ইমরান ভট্টি ২০০ জন কর্মীকে নিয়ে বিজেপিতে এসেছেন। আর তাঁরাই এবার ভারুচে মোদী বাহিনীর মুখে হাসি ফোটাবে বলে বিশ্বাস বিজেপির।

খেজুড়িতে জ্বলল বিজেপি মণ্ডল সভাপতির দুই দোকান, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস খেজুড়িতে জ্বলল বিজেপি মণ্ডল সভাপতির দুই দোকান, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস

English summary
BJP picks Muslim candidates for upcoming pool in Gujarat's Bharuch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X