For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুজু বিজেপি, ভয়ে ব্যবসা গোটাচ্ছেন সোনিয়ার জামাই, দাবি রিপোর্টে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ভদরা
নয়াদিল্লি, ৬ নভেম্বর: বিজেপির ভয়ে ব্যবসা গোটাচ্ছেন সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদরা। যে ছ'টি কোম্পানি তিনি তৈরি করেছিলেন, তার চারটিই ঝাঁপ ফেলেছে। বাকি দু'টিও খুব তাড়াতাড়ি ঝাঁপ ফেলবে বলে খবর।

সূত্র উদ্ধৃত করে ইংরেজি সংবাদপত্র 'ডিএনএ' জানাচ্ছে, ২০১২ সালে ছ'টি কোম্পানি নথিভুক্ত হয়েছিল। এগুলি হল, লাইফলাইন অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেড, গ্রিনওয়েভ অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, রাইটলাইন এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড, প্রাইমটাইম অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, ইনফ্রা অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড এবং বেস্ট সিজন্স অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড। এগুলির কার্যক্ষেত্র ছিল রাজস্থান ও হরিয়ানা। প্রচুর অনিয়মের অভিযোগ উঠেছিল তাঁর এই সংস্থাগুলির বিরুদ্ধে।

লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে রবার্ট ভদরার দুর্নীতি নিয়ে তদন্ত হবে। কিন্তু তা হবে তথ্যপ্রমাণের ভিত্তিতে। নিছক রাজনীতিক প্রতিহিংসা দেখাবে না বিজেপি।

কর্পোরেট-বিষয়ক মন্ত্রকের দেওয়া তথ্য উল্লেখ করে 'ডিএনএ' জানিয়েছে, চলতি বছরের মে মাস পর্যন্ত নিয়মিত ব্যবসা করেছে ছ'টি কোম্পানি। অর্থাৎ লোকসভা ভোট মেটার পরপরই কাজ বন্ধ দিয়েছে তারা। হরিয়ানায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পুরোপুরি ব্যবসা গুটিয়ে ঝাঁপ ফেলে দিয়েছে লাইফলাইন অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেড, গ্রিনওয়েভ অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, রাইটলাইন এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড এবং প্রাইমটাইম অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড। চলতি মাসে বাকি দু'টি কোম্পানিতেও তালা ঝুলবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্র এবং দুই রাজ্য যথাক্রমে রাজস্থান ও হরিয়ানায় বিজেপি সরকার জোর কদমে তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে আগেভাগে রবার্ট ভদরা ব্যবসা গোটালেন বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি ক্যাগ (কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল) জানিয়েছে, হরিয়ানার গুরগাঁওয়ে জমি লেনদেন করে বেআইনিভাবে ৪৩.৬৬ কোটি টাকা মুনাফা লুটেছেন রবার্ট ভদরা। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, সোনিয়া গান্ধীর জামাইয়ের বিরুদ্ধে শীঘ্রই তদন্ত শুরু হবে। দেশ ও বিদেশে কোথায় অবৈধভাবে সম্পত্তি বানিয়েছে রবার্ট ভদরা, তা নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে কেন্দ্র।

English summary
BJP phobia forces Robert Vadra to shut down his business, claims report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X