For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের মোদী সরকার! কে পাচ্ছে কতগুলি আসন, আভাস টাইমস নাউয়ের সমীক্ষায়

ভোট শেষ। কাউন্টডাউন শুরু। কে জিতবে ২০১৯ লোকসভা নির্বাচন। দেশের ভার কার হাতে উঠবে এবার? মোদী না রাহুল? মমতা, মায়া নাকি চন্দ্রবাবু কে হবেন কিং মেকার?

Google Oneindia Bengali News

ভোট শেষ। কাউন্টডাউন শুরু। কে জিতবে ২০১৯ লোকসভা নির্বাচন। দেশের ভার কার হাতে উঠবে এবার? মোদী না রাহুল? মমতা, মায়া নাকি চন্দ্রবাবু কে হবেন কিং মেকার, তা নিয়েই রায়ের আগে সম্ভাব্য ফল উঠে এল টাইমস নাউয়ের সমীক্ষায়। টাইমস নাউ আভাস দিল ২০১৯-এর লোকসভা নির্বাচনে জয়টীকা কার কপালে উঠতে চলেছে।

টাইমস নাউয়ের আভাস

টাইমস নাউয়ের আভাস

টাইমস নাউয়ের সমীক্ষায় আভাস আরও একবার বিজেপি তথা এনডিএ ক্ষমতায় আসতে চলেছে। এবারও তারা ৩০০-রও বেশি আসন পেয়ে ক্ষমতায় আসছে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ এবারও থাকবে অনেকটা পিছনে। আরও পিছনে শেষ করবে অন্যান্যরা।

কে কত আসন

কে কত আসন

টাইমস নাউয়ের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩০৬টি আসন। আর ইউপিএ এবার থেমে যাবে ১৩২-এ। অন্যান্যরা পেতে পারে ১০৪টি আসন। অর্থাৎ আবারও বিশাল জনমত নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

গতবারের ফল

গতবারের ফল

২০১৪-র নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৩৪টি আসন। তার মধ্যে বিজেপি একাই জিতেছিল ২৮২টি আসনে। ইউপিএ পেয়েছিল মাত্র ৬০টি আসন। কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন। আর অন্যান্যরা পেয়েছিল ১৪৯ আসন।

[আরও পড়ুন: দেশ কার দখলে, কী বলছে রিপাবলিক টিভি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা][আরও পড়ুন: দেশ কার দখলে, কী বলছে রিপাবলিক টিভি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা]

গতবারের নিরিখে এক্সিট পোল

গতবারের নিরিখে এক্সিট পোল

গতবারের তুলনায় এনডিএর আসন সংখ্যা কমলেও ক্ষমতায় আসছে তারাই। টাইমল নাউয়ের মতে, এনডিএ-র আসন কমছে মাত্র ২৮টি। আর ইউপিএ-র আসন বাড়ছে এবার ৭২টি। অন্যান্যদের আসন সংখ্যা এবার কমছে ৪৩টি।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশ হাত ছাড়া হতে পারে বিজেপির! এবিপি-নিয়েলসনের সমীক্ষায় উঠে এল বড় চমক][আরও পড়ুন: উত্তরপ্রদেশ হাত ছাড়া হতে পারে বিজেপির! এবিপি-নিয়েলসনের সমীক্ষায় উঠে এল বড় চমক]

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন]

English summary
BJP or Congress who will win Lok Sabha Election 2019 in India. According to Times now exit poll the indicates the probable result,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X