
বিজেপি-কংগ্রেস কে ক’টি আসন পেতে পারে এখনই লোকসভার ভোট হলে, কী বলছে সমীক্ষা
২০১৯-এর আগে বিরোধী জোটকে যতটা সঙ্ঘবদ্ধ লাগছিল, ২০২৪-এর আগে সেই ঐক্যের লক্ষণ নেই। তৃণমূলের ভিনরাজ্যে বিস্তারের প্রশ্নে পুরো ঐক্য ঘেঁটে 'ঘ' হয়ে গিয়েছে। গোয়ার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ছন্নছাড়া অবস্থা বিরোধীদের। এই পরিস্থিতিতে যদি লোকসভা ভোট হয় এখন, কী হবে ভোটের ফল। তা নিয়েই আভাস দিয়েছেন ইন্ডিয়া টুডের মুড অফ নেশনের সমীক্ষা।

২০১৯-এর পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা!
এখন জাতীয় রাজনীতিতে সবথেকে বড় প্রশ্ন আদৌ কি বিজেপি বিরোধী ঐক্য গড়ে তুলতে সমর্থ হবে রাজনৈতিক দলগুলি? যদি বিজেপি বিরোধী দলগুলি মহাজোট বাঁধে, তবে সেই জোটের ফল অন্যরকম হবে। আর গতানুগতিক উপায়ে যদি সেই জোট হয়, তাতে ফের ২০১৯-এর পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

বিজেপিই জিতবে? কত আসন পাবে এনডিএ
মুড অফ নেশনের সমীক্ষা স্পষ্ট আভাস দিল এখন ভোট হলে বিজেপিই জিতবে। কিন্তু কত আসন পেতে পারে তারা। তার আভাসও দিয়েছে মুড অফ নেশনের সমীক্ষা। এখন ভোট হলে বিজেপি নেতৃত্বীধান এনডিএ নেমে আসবে ৩০০-র নিচে। এনডিও-র আসন সংখ্যা হতে পারে ২৯৬। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি জোট জিতেছিল ৩৫২টি আসনে। সেই নিরিখে এখন ভোট হলে ৫৬টি আসন কম পাবে তারা।

বিজেপি কত আসন পেতে পারে এখন ভোট হলে
আর এনডিএ-র মধ্যে বিজেপির দখলে যাবে কতগুলি আসন তাও জানিয়েছে মুড অফ নেশন। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি ৩০৩টি আসন নিয়ে রেকর্ড গড়েছিল। বর্তমান সমীক্ষায় আভাস, এখন ভোট হলে ২৭১টি আসন পেতে পারে বিজেপি। সেক্ষেত্রে ৩০টিরও বেশি আসন কমবে বিজেপির।

কংগ্রেসের সম্ভাবনা নিয়ে কী আভাস সমীক্ষায়
ইন্ডিয়া টুডের মুড অফ নেশনের সমীক্ষায় কংগ্রেসের আসন বাড়বে বলে ইঙ্গিত মিলেছে। ২০১৯-এ ৫২টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। এবার তাদের ১০টি আসন বাড়তে পারে। ফলে কংগ্রেসের সে অর্থে তোমন কোনও লাভ হবে না। বিজেপি-বিরোধী ছোট দলগুলি আগের তুলনায় বেশি আসনে জিতবে বলে মনে করছে সমীক্ষা।

বিজেপি আধিপত্য দেখাবে কোথায় কোথায়
বর্তমান সমীক্ষায় আভাস, বিজেপি মধ্যপ্রদেশ, গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে ২০১৯ সালের মতো আধিপত্য বজায় রাখবে। তবে বিজেপি নতুন কেন্দ্র জয়ে পেতে ব্যর্থ হবে। পূর্ব ও দক্ষিণ ভারতে তেমন সাফল্য তারা পাবে না তারা। মূলত উত্তর ভারত ও পশ্চিম ভারতে তারা আধিপত্য বজায় রাখতে সমর্থ হবে।

বিজেপির বিপদ যে সব রাজ্যে, আভাস সমীক্ষায়
এখন লোকসভা ভোট হলে বিজেপি বেশ কিছু রাজ্যে শোচনীয় ধাক্কা খাবে। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয় যেমন তেমন ইঙ্গিক করছে, তেমনই ওড়িশায় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক অপরাজেয়। কর্ণাটকে বিজেপির অবস্থান একইরকমই রয়ে গিয়েছে। তেলেঙ্গানায় বিজেপির বড় অগ্রগতি সত্ত্বেও কে চন্দ্রশেখর রাওয়ের পালেই হাওয়া। মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ি বিজেপির কাছে বড় ধাক্কা।