For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার সেমিফাইনাল যুদ্ধে মিজোরামে কার পাল্লা ভারি, একনজরে ভোট-পরিসংখ্যান

লোকসভার সেমিফাইনাল পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দামামা বেজে গেল। নির্বাচন কমিশন দিন ঘোষণা করতেই শুরু ভোট-তৎপরতা।

  • |
Google Oneindia Bengali News

লোকসভার সেমিফাইনাল পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দামামা বেজে গেল। নির্বাচন কমিশন দিন ঘোষণা করতেই শুরু ভোট-তৎপরতা। পাঁচ রাজ্যে যেমন প্রচার তুঙ্গে উঠেছে, তেমনই চুলচেরা বিশ্লেষণও শুরু হয়ে গিয়েছে। এই পাঁচ বছরে বদলেছে পরিস্থিতি। রাজনৈতিক অঙ্কেরও পরিবর্তন ঘটেছে। কিন্তু কী ছিল রাজ্যের পাঁচ বছর আগের ভোট-পরিসংখ্যান।

আসন্ন যুদ্ধের আগে একনজরে মিজোরাম

মিজোরাম কংগ্রেসের

মিজোরাম কংগ্রেসের

গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল কংগ্রেস। ৪০টি আসনের মধ্যে দখল করেছিল ৩৪টি আসন। সিংহভাগ আসনই ছিল শাসকদলের দখলে। নিকটতম প্রতিদ্বন্দ্বী দল ছিল মিজো ন্যাশনাল ফ্রন্ট। তারা পায় মাত্র পাঁচটি আসন। বাকি আসনটির যায় মিজোরাম পিপলস কনফারেন্সের দখলে।

বিজেপির শূন্য থেকে শুরু

বিজেপির শূন্য থেকে শুরু

বিজেপি এখানে গতবার বিধানসভায় কোনও দাগ কাটতে পারেনি। ফলস্বরূপ কোনও আসনও পায়নি। তেমনই নির্বাচনে অংশ নিয়েও কোনও আসন পায়নি মারাল্যান্ড ডেমোক্রেটিক ফ্রন্ট, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, জয় মহাভারত পার্টিও। নির্দলের কোটাতেও যায়নি কোনও আসন।

ভোটপ্রাপ্তির নিরিখে এগিয়ে কংগ্রেস

ভোটপ্রাপ্তির নিরিখে এগিয়ে কংগ্রেস

প্রায় সাত লক্ষ ভোটারের মধ্যে প্রদত্ত ভোট ছিল ৫,৭৩,৪১৭। তার মধ্যে কংগ্রেসের দখলে যায় ২,৫৫,৯১৭ ভোট। মিজো ন্যাশনাল ফ্রন্ট পায় ১,৬৪,৩০৫ ভোট। জোরাম ন্যাশনলিস্ট পার্টি ৯৯,৯১৬, মিজোরাম পিপলস কনফারেন্স ৩৫,২৬৯ ভোট পায়।

বিজেপির থেকে এগিয়ে নোটা

বিজেপির থেকে এগিয়ে নোটা

২০১৩ নির্বাচনে বিজেপি মাত্র ২,১৩৯ ভোট পেয়েছিল মিজোরামে। বিজেপির তুলনায় প্রায় চারগুণ এগিয়ে ছিল নোটা। মিজোরামে নোটার প্রাপ্ত ভোট ছিল ৮,৮১০। এছাড়া অন্য আঞ্চলিক দলগুলির মধ্যে মারাল্যান্ড ডেমোক্রেটিক ফ্রন্ট ৫,৪৩৩ ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি পায় ৪,৮৩৫ ভোট। নির্দলের বাক্সে যায় ১,৭৬৪ ভোট। জয় মহাভারত পার্টি পায় মাত্র ২৯টি ভোট।

ভোটপ্রাপ্তির হারে কংগ্রেস আশাব্যাঞ্জক

ভোটপ্রাপ্তির হারে কংগ্রেস আশাব্যাঞ্জক

২০১৩-র ভোটে কংগ্রেসের ভোটপ্রাপ্তির হার অনেকটাই আশাব্যাঞ্জক। কংগ্রেস এখানে মোট প্রদত্ত ভোটের ৪৪.৬ শতাংশ ভোট পেয়েছিল। তাদের নিচেই ছিল মিজো ন্যাশনাল ফ্রন্ট। তাদের প্রাপ্ত ভোট ২৮.৭ শতাংশ। জোরাম ন্যাশনলিস্ট পার্টি ১৭.৪ ও মিজোরাম পিপলস কনফারেন্স ৬.২ শতাংশ ভোট পায়।

ভোট শতাংশে চমক নোটার

ভোট শতাংশে চমক নোটার

মারাল্যান্ড ডেমোক্রেটিক ফ্রন্ট ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি যেখানে যথাক্রমে ১.০ ও ০.৮ শতাংশ ভোট পেয়েছে, সেখানে নোটার প্রাপ্ত ভোট নোটা ০.৭ শতাংশ। আর কেন্দ্রের শাসকদল বিজেপি এখানে ভোট পেয়েছে ০.৪ শতাংশ। নির্দল ০.৩ ও জয় মহাভারত পার্টি প্রাপ্ত ভোট শতাংশে নিরিখে শূন্য।

এবার কী সমীকরণ

এবার কী সমীকরণ

উত্তর-পূর্বে ঘাঁটি গেড়েছে বিজেপি। মিজোরাম ছাড়া বাকি রাজ্যগুলিত এখন উড়ছে গেরুয়া নিশানা। হয় সরাসরি বিজেপি নতুন বা বিজেপি সমর্থিত কোনও আঞ্চলিক দল ক্ষমতায়। এই অবস্থায় মিজোরামের কংগ্রেস ঘাঁটি কি অক্ষুণ্ণ থাকবে, নাকি মিজোরামেও গেরুয়া পার্টির দখলে যাবে। তার জন্য অপেক্ষা করে থাকতে হবে ফলাফল পর্যন্ত। তবে বিজেপি এখানে একা লড়ছে। ফলে এবার কংগ্রেস, মিজো ন্যাশনালিস্ট ফ্রন্ট ও বিজেপির মধ্যে ত্রিমুখী লড়াই। এই লড়াইয়ে থাকবে জোরাম ন্যাশনলিস্ট পার্টি ও মিজোরাম পিপলস কনফারেন্সও।

English summary
BJP or Congress- who is ahead in assembly election 2018 of Mizoram. In 2013 Congress dominates in this state and gets 34 seats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X