For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে কাদের সঙ্গ ছাড়া কংগ্রেস-বিজেপি কোনও দলই সরকার গড়তে পারবে না, কী বলছে জনমত সমীক্ষা

আগামী মাসেই কর্ণাটক বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই নির্বাচনের আগে এদিন জনমত সমীক্ষা প্রকাশ করল এবিপি নিউজ।

  • |
Google Oneindia Bengali News

আগামী মাসেই কর্ণাটক বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই নির্বাচনের আগে এদিন জনমত সমীক্ষা প্রকাশ করল এবিপি নিউজ। সেই সমীক্ষায় বলা হয়েছে, দক্ষিণের রাজ্যে কোনও দলই সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে পারবে না। এক্ষেত্রে অন্য একটি দল বড় ফ্যাক্টর হতে চলেছে।

কর্ণাটকে কাদের ছাড়া কংগ্রেস-বিজেপি সরকার গড়তে পারবে না

মোট ২২৪টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১১৩টি আসন। সেখানে সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৯২টি আসন। আর কংগ্রেস পেতে পারে ৮৮টি আসন।

অন্যদিকে এইচডি কুমারস্বামীর জেডিএস পেতে পারে ৩৫টি আসন। অতএব জেডিএস সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছতে না পারলেও বড় ফ্যাক্টর হচে চলেছে।

এক্ষেত্রে কংগ্রেস হোত বা বিজেপি, দুই দলেরই সরকার গড়তে জেডিএসকে প্রয়োজন। কংগ্রেসের সঙ্গে জেডিএস জোট গড়লে হবে ১২৩টি আসন। অন্যদিকে বিজেপি জোট গড়লে হবে ১২৭টি আসন। যার অর্থ দুই দলই সংখ্যাগরিষ্ঠতা ছুঁতে পারবে জেডিএসকে সঙ্গে নিলেই। এমনটাই বলা হয়েছে এবিপি নিউজের সমীক্ষায়। এখন দেখার নির্বাচনের পর এই ভবিষ্যদ্বাণী মেলে কিনা।

English summary
BJP or Congress, everyone need to have JDS support to form govt in Karnataka after Assembly Election 2018, predicts ABP News opinion poll survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X