For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে সারা রাত মল, পাব খুলে রাখার বিরোধিতা! অপরাধ কমাতে উপায় বাতলে দিল বিরোধী বিজেপি

মহারাষ্ট্রের পর্যটন এবং পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে প্রস্তাব দিয়েছিলেন মুম্বইয়ের মল, পাব, খাবার জায়গা ২৪ ঘন্টাই খোলা রাখা হোক। এই প্রস্তাবের বিরোধিতা করেছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের পর্যটন এবং পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে প্রস্তাব দিয়েছিলেন মুম্বইয়ের মল, পাব, খাবার জায়গা ২৪ ঘন্টাই খোলা রাখা হোক। এই প্রস্তাবের বিরোধিতা করেছে বিজেপি। বিজেপি নেতা রাজ পুরোহিত বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হলে মুম্বইয়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি পাবে। তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সেবিষয়ে চিন্তা করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

মন্ত্রীর প্রস্তাব

মন্ত্রীর প্রস্তাব

শনিবার মন্ত্রী তথা ওরলি থেকে নির্বাচিত শিবসেনার বিধায়ক আদিত্য ঠাকরে শনিবার বলেছিলেন, মুম্বইয়ের মল, পাব, খাবার জায়গা ২৪ ঘন্টাই খোলা রাখতে চায় সরকার।

২২ জানুয়ারি ক্যাবিনেটে আলোচনা

২২ জানুয়ারি ক্যাবিনেটে আলোচনা

বিষয়টি নিয়ে ২২ জানুয়ারির ক্যাবিনেট বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছিলেন আদিত্য ঠাকরে। মন্ত্রী আরও বলেছিলেন, যদি মুম্বইয়ের মল, পাব, খাবার জায়গা ২৪ ঘন্টা খোলা রাখা হয় তাহলে পুলিশের ওপর কতটা চাপ পড়বে, সেই বিষয়টিও দেখা হবে। বিস্তারিত আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজেপির বিরোধিতা

বিজেপির বিরোধিতা

বিজেপি নেতা বসেছেন, যদি অ্যালকোহলের সংস্কৃতি জনপ্রিয় হয়ে যায়, তাহলে তা মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। যার জেরে হাজারো হাজারো নির্ভয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। তাই মন্ত্রীর উচিত এই ধরনের সংস্কৃতি ভারতের মতো দেশের পক্ষে উপযুক্ত কিনা, তা ভেবে দেখা।

বিজেপিতে আছে অন্যমতও

বিজেপিতে আছে অন্যমতও

এব্যাপারে বিজেপিতে অন্যমতও রয়েছে। বর্ষীয়ান বিজেপি নেতা সেলার সম্প্রতি শিবসেনা মন্ত্রী প্রস্তাবকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, দল এই পদক্ষেপকে স্বাগত জানাবে যদি তা ছোট ব্যবসায়ীদের দিকে লক্ষ্য করে করা হয়। যদিও তিনি বলেন বসতি এলাকায় যদি মল, পাব, খাবার জায়গা ২৪ ঘন্টা খোলা রাখা হয়, তাহলে বিজেপি তার বিরোধিতা করবে।

English summary
BJP opposes Aditya Thackeray's proposal to stay open malls pubs through out the night.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X