For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিজোরামে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে রাজি বিজেপি

মিজোরামে বিজেপির মাথায় ঘুরছে অন্য খেলা। আর সেদিকেই এগোতে চাইছে গেরুয়া শিবির।

  • |
Google Oneindia Bengali News

উত্তর-পূর্বের রাজ্য মিজোরামে মূল লড়াই মূলত কংগ্রেস ও বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্রন্টের। দুই দলই চেষ্টা করছে ক্ষমতা দখলের। সঙ্গে কারা বেশি বিজেপি বিরোধী সেটা প্রমাণে চেষ্টার কোনও খামতি রাখছে না কেউই। তবে বিজেপির মাথায় ঘুরছে অন্য খেলা। আর সেদিকেই এগোতে চাইছে গেরুয়া শিবির।

বিজেপি থাকবে ক্ষমতায়

বিজেপি থাকবে ক্ষমতায়

বিজেপি সভাপতি অমিত শাহ ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে মিজোরামের খ্রিস্টান সংখ্যাধিক্য জনতা আগামী ক্রিসমাসে বিজেপি শাসিত রাজ্যে উৎসব পালন করবে। অর্থাৎ বিজেপি যে কোনওভাবেই হোক ক্ষমতায় আসবে তা ঘোষণা করে দেওয়া হয়েছে।

মিজোরামে উলটপুরাণ

মিজোরামে উলটপুরাণ

এখন ঘটনা হল, মিজোরামে বিজেপি কোনওদিন জেতেনি। তাহলে কীভাবে হবে অসাধ্য সাধন? অসমের বিজেপি নেতা তথা মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে মিজোরামের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঘোষণা করেছেন, দল যেকোনও অপশন নিয়ে ভাবতে রাজি।

কংগ্রেসে নেই আপত্তি

কংগ্রেসে নেই আপত্তি

কংগ্রেস সারা দেশে প্রধান বিরোধী হলেও মিজোরামে বিজেপি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে রাজি। কংগ্রেসের মুখ্যমন্ত্রী লাল থানহাওলার সঙ্গে জোটে আপত্তি নেই বলে জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। তাঁর কথায়, শুধু যে মিজো ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে জোট হতে পারে তেমন নয়। কংগ্রেসকেও জোটসঙ্গী হিসাবে আপত্তি নেই।

[আরও পড়ুন: গোপন তথ্য কেন ফাঁস মিডিয়ায়! সিবিআই মামলায় শুনানি পিছোল সুপ্রিম কোর্ট][আরও পড়ুন: গোপন তথ্য কেন ফাঁস মিডিয়ায়! সিবিআই মামলায় শুনানি পিছোল সুপ্রিম কোর্ট]

কেন এই ভাবনা?

কেন এই ভাবনা?

কেন এমন করতে পারে বিজেপি? হিমন্তের কথায়, মিজোরামের কংগ্রেসের সঙ্গে সারা দেশের কংগ্রেসের মিল নেই। এখানে তাঁদের ইতিহাস আলাদা। মুখ্যমন্ত্রী লাল স্বাধীন সিদ্ধান্ত নেন। তাঁর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক।

[আরও পড়ুন:ঘুষ নিয়েছেন মোদীর মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ সিবিআই অফিসারের][আরও পড়ুন:ঘুষ নিয়েছেন মোদীর মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ সিবিআই অফিসারের]

কংগ্রেসের মরিয়া লড়াই

কংগ্রেসের মরিয়া লড়াই

কংগ্রেসের জন্য মিজোরাম নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। কারণ একে একে অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর রাজ্য নির্বাচনের পর কংগ্রেসের হাতছাড়া হয়েছে। ক্ষমতা গিয়েছে বিজেপির হাতে। ত্রিপুরায় বামেদের গদি ছিনিয়ে নিয়েছে বিজেপি। এখানে কী হয় এবার সেটাই দেখার।

[আরও পড়ুন: এশিয়ার সবচেয়ে বড় সেনা অস্ত্র ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, ওয়ার্ধায় মৃত ৬, আহত ১০][আরও পড়ুন: এশিয়ার সবচেয়ে বড় সেনা অস্ত্র ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, ওয়ার্ধায় মৃত ৬, আহত ১০]

English summary
BJP open to make ally with Congress in Mizoram after assembly election 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X