For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে অপারেশন লোটাস-এ বিজেপির বাজেট ২০০ কোটি টাকা! অভিযোগ কংগ্রেসের

কংগ্রেসের অভিযোগ, ১২ জন বিধায়ককে মন্ত্রিত্ব ও ৬ জনকে চেয়ারম্যান করার টোপ দিয়েছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

বিধায়ক কেনাবেচার অভিযোগ অনেকদিনই চলছে। কর্ণাটকে জেডিএস-কংগ্রেস জোটকে ফেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। এমনই অভিযোগ বহুদিন ধরে করে আসছেন খোদ মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। সরকার গঠনের পর থেকেই গেরুয়া শিবির বিভিন্ন বিধায়ক-মন্ত্রীদের টোপ দিচ্ছে। আর এর নাম দেওয়া হয়েছে অপারেশন লোটাস। কংগ্রেস অভিযোগ করছে, বিজেপি সভাপতি অমিত শাহ ও রাজ্য বিজেপির সবচেয়ে বড় নেতা বিএস ইয়েদুরাপ্পা এই ষড়যন্ত্রের নায়ক।

কর্ণাটকে অপারেশন লোটাস-এ বিজেপির বাজেট ২০০ কোটি টাকা

ইয়েদুরাপ্পা ও জেডিএস বিধায়কের কথোপকথনের টেপ বের করেছে সরকারি জোট। দাবি করা হচ্ছে, এভাবেই বিধায়ককে সরকারি দল থেকে বের করে নেওয়ার চেষ্টা করছে। যদিও ইয়েদুরাপ্পা এই টেপকে নকল বলে দাবি করেছেন।

কংগ্রেসের অভিযোগ, ১২ জন বিধায়ককে মন্ত্রিত্ব ও ৬ জনকে চেয়ারম্যান করার টোপ দিয়েছে বিজেপি। প্রতি বিধায়কের জন্য ১০ কোটি টাকা ও বিধানসভার অধ্যক্ষ কেআর রমেশ কুমারের জন্য ৫০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। সবমিলিয়ে বাজেট ২০০ কোটি টাকা।

কংগ্রেসের অভিযোগ, সুপ্রিম কোর্টকেও ছাড়ছে না বিজেপি। মামলা আদালতে গেলে মহামান্য আদালতকেও দেখে নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গতবছরের মাঝামাঝি কর্ণাটকে বিধানসভা ভোটে সবচেয়ে বেশি আসন পেয়েও বিজেপি সরকার গড়তে পারেনি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কংগ্রেস ও জেডিএস মিলে সরকার গড়ে। মুখ্যমন্ত্রী হন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। তারপর থেকেই সরকার দোলাচলে চলছে।

English summary
BJP offered ₹200 cr to MLAs for Operation Lotus in Karnataka, alleges Cong-JDS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X