For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিলের বর্ষপূর্তিতে কালো টাকা বিরোধী দিবস পালন করবে বিজেপি

৮ই নভেম্বর দেশজুড়ে কালো টাকা বিরোধী দিবস হিসেবে পালন করবে বিজেপি নেতৃত্ব, ওইদিন বিরোধীরা কালা দিবস পালন করবে

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

৮ই নভেম্বর নোট বাতিলের বর্ষপূর্তিতে বিরোধীরা যখন কালা দিবস পালন করবে দেশজুড়ে, তখনই ওইদিন দেশজুড়ে কালো- টাকা বিরোধী দিবস হিসেবে পালন করবে বিজেপি। বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেইসঙ্গে কংগ্রেসকে একহাত নিয়ে তিনি বলেন, সুযোগ থাকা সত্ত্বেও কংগ্রেস কালো টাকা উদ্ধারে কোনও পদক্ষেপ করেনি।

নোট বাতিলের বর্ষপূর্তিতে কালো টাকা বিরোধী দিবস পালন করবে বিজেপি

৮ নভেম্বর নোট বাতিলের বর্ষপূর্তিকে কালা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত মঙ্গলবারই নিয়েছে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ ১৮টি বিরোধী দলের জোট। তারই পাল্টা কালো-টাকা বিরোধী দিবস পালন করতে চলেছে বিজেপি। জেটলি জানিয়েছেন, ওই দিন বিজেপির সমস্ত বড় নেতাই দেশজুড়ে কালো - টাকা বিরোধী দিবস পালন করবেন। নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনার জবাবে এদিন জেটলি বলেন, ছোট ছোট পদক্ষেপ করে কালো টাকা উদ্ধার সম্ভব ছিল না, তাই এতবড় একটা সিদ্ধান্ত সরকারকে নিতে হয়েছিল।

নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেসের সুর চড়ানোকেও কটাক্ষ করেছেন জেটলি। তিনি বলেন, কংগ্রেস অনেকদিন এদেশে ক্ষমতায় ছিল। তাদের কাছে কালো টাকা উদ্ধারের অনেক সুযোগও ছিল, কিন্তু তারা কোনও পদক্ষেপ করেছে বলে মনে পড়ে না কারওরই।

[আরও পড়ুন: নোট বাতিলের বর্ষপূর্তিতে বিরোধী ঐক্যের প্রদর্শন, দেশজুড়ে কালা দিবস পালন][আরও পড়ুন: নোট বাতিলের বর্ষপূর্তিতে বিরোধী ঐক্যের প্রদর্শন, দেশজুড়ে কালা দিবস পালন]

English summary
BJP will observe anti black money day on anniversary of demonetization, opposition will observe the day as black day across country.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X