For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির জনসংযোগ যাত্রায় নয়া দাওয়াই! ‘মন মে বাপু’তে হাঁটুন ৫ থেকে ১৫ কিমি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে ভরাডুবির পর বাংলায় কামব্যাক করতে ‘দিদিকে বলো’ অভিযানের মাধ্যমে জনসংযোগকেই হাতিয়ার করেছেন

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে ভরাডুবির পর বাংলায় কামব্যাক করতে 'দিদিকে বলো' অভিযানের মাধ্যমে জনসংযোগকেই হাতিয়ার করেছেন। এবার বিজেপিও হাতিয়ার করছে সেই জনসংযোগকেই। আর এই লক্ষ্যে বিজেপির দাওয়াই হাঁটা। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ভিডিও কনফারেন্সে এই বার্তা দিয়েছেন।

হাঁটাকে পাথেয় করেছে বিজেপি

হাঁটাকে পাথেয় করেছে বিজেপি

তবে শুধু এ রাজ্যের জন্যই নয়, সারা ভারতব্যাপী জনসংযোগের এই দাওয়াই দিয়েছেন অমিত শাহ। আর জনসংযোগের আই যাত্রায় যেমন হাঁটাকে পাথেয় করেছে বিজেপি, তেমনই এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘মন মে বাপু'।

২ অক্টোবর থেকে শুরু ৩১ জানুয়ারী পর্যন্ত

২ অক্টোবর থেকে শুরু ৩১ জানুয়ারী পর্যন্ত

গান্ধী জয়ন্তী অর্থাৎ ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিজেপির এই অভিযান। এই জনসংযোগ যাত্রা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ২ অক্টোবর থেকে শুরু হয়েছে গেলেও মূল কর্মসূচি পালিত হবে ৩১ অক্টোবর অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণের দিন।

‘মন মে বাপু’ যাত্রার সূচনা ৩১ অক্টোবর

‘মন মে বাপু’ যাত্রার সূচনা ৩১ অক্টোবর

ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূচনা করবেন এই ‘মন মে বাপু' যাত্রার। নয়াদিল্লিতে এই অনুষ্ঠান হবে। তারপরই কেন্দ্রীয়ভাবে প্রচার শুরু হবে। তবে তার আগে ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন থেকেই কর্মসূচি শুরু হয়ে যাবে।

৫ থেকে ১৫ কিমি হাঁটতেই হবে

৫ থেকে ১৫ কিমি হাঁটতেই হবে

এই কর্মসূচিতে বিজেপি নির্দেশ দিয়েছে, প্রত্যেক সাংসদ, বিধায়ক, নেতা-কর্মীদের হাঁটতে হবে। অন্তত ৫ কিলোমিটার থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত হাঁটতেই হবে। এমনই নির্দেশ এসেছে দলের সর্বভারতীয় সভাপতির কাছ থেকে।

[ ভুল করছে পাকিস্তান, কাশ্মীর ইস্যুতে ফের পাকিস্তানকে সতর্ক করলেন রাজনাথ][ ভুল করছে পাকিস্তান, কাশ্মীর ইস্যুতে ফের পাকিস্তানকে সতর্ক করলেন রাজনাথ]

[ গৃহবন্দি নয় গৃহ অতিথি করে রাখা হয়েছে কাশ্মীরি নেতাদের, দাবি জিতেন্দ্র সিংয়ের][ গৃহবন্দি নয় গৃহ অতিথি করে রাখা হয়েছে কাশ্মীরি নেতাদের, দাবি জিতেন্দ্র সিংয়ের]

English summary
BJP now takes campaigning on public relation by ‘Man me Bapu’. Narendra Modi will do opening this program on 31st October,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X