বিজেপিকে মোক্ষম ধাক্কা, শিবসেনার সঙ্গ-ত্যাগের পর সংকট ঝাড়খণ্ডের নির্বাচনে
লোকসভা নির্বাচনে বিপুল জয় লাভের পর বিগত বিধানসভাগুলিতে সেইমতো ফল করতে পারছে না বিজেপি। বিজেপির অশ্বমেধের ঘোড়া বারেবারে ধাক্কা খাচ্ছে। সম্প্রতি ধাক্কা খেয়েছে মহারাষ্ট্র ও হরিয়ানায়। এবার ঝাড়খণ্ড বিধানসভায় ভোটের আগেও বিজেপি ব্যাকফুটে পড়ে যাচ্ছে। লোকসভায় সাফল্যের সঙ্গে বড্ড বেশি ফারাক হয়ে যাচ্ছে বিধানসভার ফল!

হরিয়ানা-মহারাষ্ট্রে ধাক্কা
হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। তারপরও সঙ্গী খুঁজে নিয়ে সরকার গড়তে সফল হয়েছে। আর মহারাষ্ট্রে শিবসেনাকে নিয়ে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললেও সরকার গড়তে বিপাকে পড়েছে, শিবসেনা বেঁকে বসায়। এখনও পর্যন্ত মহারাষ্ট্রের অবস্থা দোলাচলে।

জোট ছাড়ল শিবসেনা
শিবসেনা বিজেপির সঙ্গে ত্যাগ করেছে। তিন দশক পর এনডিএ ত্যাগ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকেও বেরিয়ে এসেছেন শিবসেনা সাংসদ। সব কিছু ঠিকঠাক চললে, মহারাষ্ট্রে এনসিপি ও কংগ্রেসকে নিয়ে সরকার গড়তে চলেছে শিবসেনাই। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডেও শরিকি-দ্বন্দ্বে বিপাকে পড়ল বিজেপি।

আসন রফা নিয়ে কোন্দল
আসন ভাগাভাগি নিয়ে শরিকি কোন্দল এমন জায়গায় পৌঁছল যে রাজ্য বিজেপির প্রধানের জন্য ঘোষিত আসনে প্রার্থী দিয়ে দিল শরিক দল স্টুডেন্টস ইউনিয়ন- এজেএসইউ। বিজেপিকে ছাড়ার পাত্র নন তাঁরাও। শিবসেনার মতোই কড়া হল জোটের বড় শরিকের প্রতি।

১২ আসনে দুই শরিকের প্রার্থী
আগামী ৩০ নভেম্বর ঝাড়খণ্ডে ভোট। রাজ্যের ৮১ আসনের মধ্যে বিজেপির শরিক দল এজেএসইউ ১৯টি আসনে লড়তে চেয়েছিল। কিন্তু বিজেপি তাঁদের ৯টির বেশি আসন ছাড়তে নারাজ। তা নিয়েই দ্বন্দ্ব। ১২ আসনে প্রার্থী দেয় শরিক দল। ওই আসনে প্রার্থী দেয় বিজেপিও।

বিজেপির শরিকরা বেঁকে বসেছে
বিজেপির আরও এক শরিকও বেঁকে বসেছে। লোক জনশক্তি পার্টি এবার ঝাড়খণ্ড নির্বাচনে একা চলার পক্ষপাতী। আবার বিহারের শাসদল জেডিইউও ঝাড়খণ্ডে একা লড়ছে। এই সব দেখে বিজেপি প্রার্থী ঘোষণা স্থগিত করে দিয়েছে। প্রথম তালিকায় ৫২ জনের নাম প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার আগে সব দিক বিচার বিবেচনা করে এগোতে চাইছে বিজেপি।
বিজেপি ২০১৮-১৯ অর্থবর্ষে কত কোটি টাকার 'অনুদান' পেয়েছে ! জানিয়ে দিল নির্বাচন কমিশন
মহারাষ্ট্র ট্যুইস্ট : উদ্ধব-সোনিয়া ফোনে কথা, দলবদলে রাজি বিজেপি বিধায়কেরা, দাবি অজিতের