For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি যতই ২২ লোকসভা আসনের দিকে নজর দিক, আসল টার্গেট কিন্তু ‘অন্য’

নরেন্দ্র মোদী-অমিত শাহরা নিয়মিত আসতে শুরু করেছেন বাংলায়। আসছেন জাতীয় স্তরের অন্য নেতারাও। তেমনই বিজেপির জাতীয় মুখপাত্র বিজয় সোনকারের মন্তব্যেও স্পষ্ট হয়ে উঠল বিজেপির প্রকৃত লক্ষ্য!

Google Oneindia Bengali News

এবার লোকসভায় ২০ থেকে ২২টি আসন বাংলা থেকে দখল করাই লক্ষ্য বিজেপির। সেই লক্ষ্য নিয়ে এখন থেকেই প্রচার শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী-অমিত শাহরা নিয়মিত আসতে শুরু করেছেন বাংলায়। আসছেন জাতীয় স্তরের অন্য নেতারাও। তেমনই বিজেপির জাতীয় মুখপাত্র বিজয় সোনকারের মন্তব্যেও স্পষ্ট হয়ে উঠল বিজেপির প্রকৃত লক্ষ্য!

বিজেপি যতই ২২ লোকসভা আসনের দিকে নজর দিক, আসল টার্গেট কিন্তু ‘অন্য’

বিজেপি মুখপাত্র বিজয় সোনকার সাংবাদিক সম্মেলন করে টার্গেট করেন রাজ্যের তৃণমূল সরকারকে। তিনি বলেন, রাজ্যজুড়ে তৃণমূল জঙ্গলরাজ চালাচ্ছে। শুধু বিজেপি নয়, সমস্ত বিরোধী দলের উপরই আক্রমণ চালানো হচ্ছে। রাজ্যে দলিতদের উপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে। তিনি বলেন, কেন্দ্র দলিতদের জন্য নানা কর্মসূচি নিয়েছে, রাজ্য সেসব প্রয়োগ করছে না।

সোনকারের অভিযোগ, রাজ্যের সরকার দলিতদের ধোঁকা দিচ্ছে। পঞ্চায়েত নির্বাচনেও জঙ্গলমহলে দলিত শ্রেণির উপর অত্যাচার চালিয়েছে তৃণমূল। শুধু তাই নয়, ভোটের পরও বিজেপির জয়ী প্রার্থীদের তৃণমূলে যোগ দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে। এটা গণতন্ত্রের উপর বড় আঘাত। তাই রাজ্যে ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে, তা গণতন্ত্রের কলঙ্ক।

তিনি বলেন, বাংলায় বিরোধী দল হিসেবেই উঠে এসেছে বিজেপি। জঙ্গলমহলে বিজেপি বালো ফল করেছে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করবে। যেহেতু বিজেপি জঙ্গলমহলের দিকে নজর দিয়েছে, তৃণমূল ইচ্ছাকৃতভাবে জঙ্গলমহলে দলিত-বঞ্চনা করছে বলে অভিযোগ তাঁর।

তিনি আরও বলেন, এবার লোকসভায় জঙ্গলমহল থেকে তৃণমূল কংগ্রেস জোর ধাক্কা খাবে। জঙ্গলমহলে জয়ী হবে বিজেপি। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার একাংশে বিজেপি লোকসবায় দারুন ফল করবে বলে সাফ জানিয়ে দিলেন বিজেপির মুখপাত্র।

[আরও পড়ুন:কংগ্রেস বিধায়কদের আমন্ত্রণ তৃণমূলে! 'একুশে জুলাই'-এর 'অঙ্গীকার' ঘিরে নয়া জল্পনা][আরও পড়ুন:কংগ্রেস বিধায়কদের আমন্ত্রণ তৃণমূলে! 'একুশে জুলাই'-এর 'অঙ্গীকার' ঘিরে নয়া জল্পনা]

English summary
BJP national spoke person Bijay Sonkar clears BJP’s first target of Loksabha Election. He says BJP win in Jangalmahal of West Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X