For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামনেই রাজ্যসভা ভোট, চার নির্বাচন অধিনায়কের নাম ঘোষনা বিজেপির

সামনেই রাজ্যসভা ভোট, চার নির্বাচন অধিনায়কের নাম ঘোষনা বিজেপির

Google Oneindia Bengali News

বিজেপি বুধবার হরিয়ানা, মহারাষ্ট্র, কর্ণাটক এবং রাজস্থানে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য চার কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়োগ করেছে। এদেরলেই নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে।

কারা দায়িত্ব পেলেন ?

কারা দায়িত্ব পেলেন ?

কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে রাজস্থানের দায়িত্ব দেওয়া হয়েছে। রেল ও আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে মহারাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে। হরিয়ানায় দলের সাফল্য নিশ্চিত করতে জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে মনোনীত করা হয়েছে এবং পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি কর্ণাটকের নির্বাচন দেখবেন।

কী বলেন নাড্ডা

কী বলেন নাড্ডা

বিজেপি ত্রিপুরার ইনচার্জের নামও ঘোষণা করেছে। একটি প্রেস কনফারেন্সে, বিজেপি প্রধান জেপি নাড্ডা ঘোষণা করেছেন যে দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, অসমের মন্ত্রী অশোক সিংঘল এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক সচিব, জয়ন্ত মল্লবরুয়া ত্রিপুরা থেকে গেরুয়া শিবিরের হয়ে রাজ্যসভা নির্বাচনে নেতৃত্ব দেবেন।

রাজ্যসভা নির্বাচন

রাজ্যসভা নির্বাচন

১০ জুন সংসদের উচ্চকক্ষের ৫৭ টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট গণনা অনুষ্ঠিত হবে। উত্তরপ্রদেশ সহ ১৫ টি রাজ্যের বিজেপি নেতা মন্ত্রীরা তাদের সহকর্মীদের রাজ্যসভায় পাঠাতে চাইবেন৷ বিজেপি এখনও পর্যন্ত ২২ টি নাম ঘোষণা করেছে। রবিবার, বিজেপি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (কর্নাটক) এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল (মহারাষ্ট্র) সহ অন্যদের সমন্বয়ে একটি প্রথম তালিকা ঘোষণা করেন।

আজ বিজেপি ওবিসি মোর্চা প্রধান কে লক্ষ্মণ (তেলেঙ্গানা) সহ আরও চারটি নাম ঘোষণা করেছে। মধ্যপ্রদেশ বিজেপির সহ-সভাপতি সুমিত্রা বাল্মিকির নাম সেই রাজ্য থেকে ছিল, যেখানে লাল সিং সিরোয়া কর্ণাটকের মনোনীতদের তালিকায় ছিলেন।

মনোনয়ন

মনোনয়ন

মঙ্গলবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দলের অভিজ্ঞ নেতাদের উপস্থিতিতে রাজ্যসভা নির্বাচনের জন্য আটজন বিজেপি প্রার্থী তাদের মনোনয়ন জমা দেয়। যারা মনোনয়ন জমা দেন তারা হলেন বিজেপির ওবিসি মোর্চার জাতীয় সভাপতি কে লক্ষ্মণ, প্রাক্তন বিজেপি রাজ্য প্রধান লক্ষ্মীকান্ত বাজপেয়ী, মিথিলেশ কুমার, রাধা মোহন দাস আগরওয়াল, সুরেন্দ্র সিং নগর, বাবুরাম নিষাদ, দর্শনা সিং এবং সঙ্গীতা যাদব।

আদিত্যনাথ ছাড়াও, উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এবং কেশব প্রসাদ মৌর্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতাদের মধ্যে। এদিকে এই রাজ্যসভার মনোনয়ন নিয়ে মহা সমস্যায় কংগ্রেস। টিকিট না পেয়া নেতারা দলের উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন। বেশিরভাগই টুইট করে তাঁদের ক্ষোভ প্রকাশ করছেন। বেশি ক্ষোভ দেখা গিয়েছে রাজস্থানে যেখানে তাদের সরকার রয়েছে।

২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাবনা কতটা, ভবিষ্যদ্বাণী করে জানালেন মমতা ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাবনা কতটা, ভবিষ্যদ্বাণী করে জানালেন মমতা

English summary
four central minister to lead four state rajyasabha election for bjp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X