For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিসের আর্থিক মন্দা যখন 'দেশের মানুষ কোট আর জ্যাকেট পরছেন'! আজব প্রশ্ন বিজেপি নেতার

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্রমাগত আর্থিক মন্দা নিয়ে একের পর এক তোপ দাগতে শুরু করেছে বিরোধী শিবির। সারা দেশে বর্তমানে যা বেকারত্বের হাল, তা গত ৪৫ বছরে দেখা যায়নি। ক্রমাগত আর্থিক স্থিতি ধুঁকতে শুরু করেছে গোটা দেশে। এমন পরিস্থিতিতে রাজস্থানের বিজেপি নেতা বীরেন্দ্র সিং 'যুক্তি' দিলেন সরকারের সপক্ষে। আর্থিক মন্দা নিয়ে তাঁর নয়া 'যুক্তি' নিয়ে শুরু হয়েছে আলোচনা।

 কী বলেছেন বীরেন্দ্র?

কী বলেছেন বীরেন্দ্র?

রাজস্থানের বিজেপি নেতার দাবি, 'মানুষ কোট , জ্যাকেট পরছেন ঐতিহ্যবাহী কুর্তা ও ধুতির জায়গায়। ' বলে বীরেন্দ্র সিংয়ের যুক্তি যে এমন পোশাকের জন্যই বলা চলে না যে ভারতে আর্থিক মন্দা রয়েছে।

 যুক্তির নেপথ্যের ব্যাখ্য়া

যুক্তির নেপথ্যের ব্যাখ্য়া

'দিল্লি আর বিশ্ব জুড়ে আলোচনা হচ্ছে আর্থিক মন্দা নিয়ে। আর্থিক মন্দা থাকলে আমরা এখানে কুর্তা আর ধুতি পরতাম। কোট আর জ্যাকেট পরতাম না। আর্থিক মন্দা থাকলে আমরা জামা প্যান্ট কিনতাম না। ' এমনই দাবি বিজেপির এই নেতার।

 বীরেন্দ্র সিং ও বিতর্ক

বীরেন্দ্র সিং ও বিতর্ক

এই প্রথমবার কোনও মন্তব্য ঘিরে খবরে এলেননা বীরেন্দ্র সিং। এর আগেও তিনি বহুবার খবরে এসেছেন। বহুবার বীরেন্দ্র সিং বলেছেন, ট্র্যাফিক জ্যাম থেকেই বোঝা যায় যে দেশে আর্থিক বৃদ্ধি হচ্ছে। যে মন্তব্য নিয়েও বিস্তর আলোচনা হয়েছে।

English summary
BJP MP Virender Singh's reply on Indian recession catches headline .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X