For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারতের মুসলমানরা পাকিস্তানে যাক', ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

মুসলমানদের ভারতে থাকা উচিত নয়। তাদের পাকিস্তান অথবা বাংলাদেশে চলে যাওয়া উচিত। এমনই বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে এলেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার।

  • |
Google Oneindia Bengali News

মুসলমানদের ভারতে থাকা উচিত নয়। তাদের পাকিস্তান অথবা বাংলাদেশে চলে যাওয়া উচিত। এমনই বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে এলেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার। শুধু তাই নয়, বিনয় আরও বলেছেন, কেউ বন্দে মাতরম না বললে, জাতীয় পতাকার অপমান করলে অথবা পাকিস্তান পতাকা উত্তোলন করলে তাদের আইন করে শাস্তি দেওয়া হোক।

'ভারতের মুসলমানরা পাকিস্তানে যাক', ফের বিতর্কে বিনয় কাটিয়ার

এর আগে এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসি দাবি করেন, কেউ ভারতীয় মুসলমানদের পাকিস্তানি বললে তিন বছরের জেলের সাজা করা হোক। তারপরই বিনয়ের মন্তব্য সামনে এসেছে।

দুদিন আগেই বিনয় কাটিয়ার আগ্রার তাজমহলের নাম বদলে খুব শীঘ্রই তেজ মন্দির করে দেওয়া হবে বলে দাবি করেছেন।

তবে শুধু বিনয় কাটিয়ারই নন, মুসলমানদের মধ্যে একটি অংশও অন্য মত পোষণ করছে। উত্তরপ্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি বলেছেন, কেউ অযোধ্যায় রাম মন্দিরের বিরোধিতা করলে তাদের পাকিস্তান অথবা বাংলাদেশে চলে যাওয়া উচিত।

তার আগে জানুয়ারি মাসে বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং জানান, ভারত একবার হিন্দু রাষ্ট্র হয়ে গেলে মুসলমানরা এদেশের সংষ্কৃতি মানিয়ে নিতে পারলে এদেশে থাকুক। না পারলে অন্য দেশে আশ্রয় নিক।

English summary
BJP MP Vinay Katiyar says, Muslims should not live in India, they must go to Bangladesh or Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X