For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিবেন্দ্রর নাটকীয় পদত্যাগের পর নয়া মুখ্যমন্ত্রী পেল উত্তরাখণ্ড! আগামীর ছক কষা শুরু বিজেপির

Google Oneindia Bengali News

রাজ্য়ে ভোটের বাকি আর মাত্র এক বছর৷ এর মধ্যেই মুখ্যমন্ত্রী পদে বদলে যাচ্ছে মুখ৷ আজ, বুধবার বিকেল চারটেয় উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন তিরথ সিং রাওয়াত৷ মঙ্গলবারই মুখ্যমন্ত্রীর কুর্সি ত্যাগ করেছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত৷ তারপরই এই রদবদল৷

৫৬ বছরের তিরথ বিজেপির সাংসদ

৫৬ বছরের তিরথ বিজেপির সাংসদ

৫৬ বছরের তিরথ বিজেপির সাংসদ৷ বিভিন্ন সময়ে বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন তিনি৷ ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত উত্তরাখণ্ড রাজ্য় বিজেপির সভাপতি ছিলেন৷ রয়েছে বিধায়ক পদে কাজ করার অভিজ্ঞতাও৷ ত্রিবেন্দ্র সিং রাওয়াত পদত্যাগ করার পরই তাঁর উত্তরসূরি কে হবেন, তাই নিয়ে শুরু হয় জল্পনা। তিরথ সিং রাওয়াত ছাড়াও দৌড়ে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং উত্তরাখণ্ড মন্ত্রিসভার সদস্য ধন সিং রাওয়াত৷

ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে নিয়ে দ্বন্দ্ব চলছিল রাজ্য বিজেপির অন্দরে

ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে নিয়ে দ্বন্দ্ব চলছিল রাজ্য বিজেপির অন্দরে

বেশ কিছুদিন ধরেই উত্তরাখণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে নিয়ে দ্বন্দ্ব চলছিল রাজ্য বিজেপির অন্দরে৷ তাঁর কাজে খুশি ছিলেন না দলেরই একটা বড় অংশ৷ এরই মধ্যে জল্পনা শুরু হয়, রাজ্যে বিধানসভা ভোটের আগেই নেতৃত্বে রদবদল ঘটাতে চলেছে গেরুয়া শিবির৷ যার জেরে মুখ্যমন্ত্রী পদে ত্রিবেন্দ্রর টিকে থাকা নিয়েই তৈরি হয় অনিশ্চয়তা৷

মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ত্রিবেন্দ্র

মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ত্রিবেন্দ্র

এই টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ত্রিবেন্দ্র৷ তবে গোটা ঘটনায় তিনি নিজে যে খুব একটা খুশি নন, তা বোঝা গিয়েছে ত্রিবেন্দ্রর একটি মন্তব্য়েই৷ মঙ্গলবার সাংবাদিকরা তাঁর কাছে এই অপসারণের কারণ জানতে চান৷ যার উত্তরে ত্রিবেন্দ্র বলেন, 'দিল্লি গিয়ে জিজ্ঞেস করুন, কেন আমাকে সরানো হল৷'

আগামীর রণকৌশল

আগামীর রণকৌশল

সূত্রের খবর, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই উত্তরাখণ্ডে বিধানসভা ভোটের ঘণ্টা বেজে যাবে৷ সেক্ষেত্রে বিজেপির রণকৌশল কী হবে, তা স্থির করার গুরুদায়িত্ব সামলাতে হবে তিরথ সিং রাওয়াতকে৷ যা খুব একটা সহজ কাজ নয়৷ কারণ, পূর্বসূরীর মতোই তিরথ সিংয়েরও জনভিত্তি অত্যন্ত দুর্বল৷ আমজনতার সঙ্গে তাঁর যোগাযোগ নেই বললেই চলে৷ ফলে আর যাই হোক, তাঁকে জননেতা বলা যায় না মোটেই৷ বরং সংগঠনের সঙ্গে প্রাক্তন এই আরএসএস সদস্যের সম্পর্ক অনেক গভীর৷

কী বললেননয়া মুখ্যমন্ত্রী

কী বললেননয়া মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী পদে তাঁকে দায়িত্ব নিতে হবে৷ একথা জানার পরই উচ্ছ্বসিত তিরথ সিং রাওয়াত বলেন, 'আমি সংঘের প্রচারক ছিলাম৷ ত্রিবেন্দ্র সিং রাওয়াতের নেতৃত্বে তাঁর মন্ত্রিসভার সদস্যও হয়েছি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় বিজেপি সভাপতির কাছে আমি কৃতজ্ঞ৷ এমন একটা দিন যে আসবে, আমি কোনও দিনই ভাবতেই পারিনি।'

English summary
BJP MP Tirath Singh becomes 9th CM of Uttarakhand after Trivendra Singh Rawat resigned on Tuesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X