For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রজনীকান্ত ‘অশিক্ষিত’! তোপ বিজেপি সাংসদের, বুমেরাং হবে জোট রাজনীতিতে

তামিলনাড়ুতে যখন বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা উজ্জ্বল, তখনই রজানীকান্তকে ‘অশিক্ষিত’ বলে আক্রমণ শানালেন বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি দ্ব্যর্থহীন ভাষায় এ ধরনের জোটের সমালোচনা করলেন।

Google Oneindia Bengali News

ইতিমধ্যেই নতুন দল গড়েছেন জনপ্রিয় বলিউড তারকা রজনীকান্ত। তাঁর নতুন দলের সঙ্গে তামিলনাড়ুতে যখন বিজেপির জোট গড়ার সম্ভাবনা উজ্জ্বল, তখনই রজানীকান্তকে 'অশিক্ষিত' বলে আক্রমণ শানালেন বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি দ্ব্যর্থহীন ভাষায় এ ধরনের জোটের কঠোর সমালোচনা করলেন। তাঁর কথায়, এ ধরনের জোট বুমেরাং হতে পারে ভবিষ্যৎ রাজনীতিতে।

স্বামীর ব্যাখ্যা, এখন আর সেদিন নেই যে, অভিনেতারা নেতা হয়ে গেলেও তাঁদের সঙ্গে সেই জন সমর্থন থাকবে। একজন অভিনেতা যে জনপ্রিয়তার অধিকারী হন, তিনি একটা রাজনৈতিক দলের নেতা হয়ে যাওয়ার পর আর সেই জনপ্রিয়তার অধিকারী নাও থাকতে পারেন। বিজেপি সাংসদ প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন রজনীকান্তের দলের সঙ্গে জোট গড়াও মূর্খামি হবে।

রজনীকান্তকে ‘অশিক্ষিত’ বললেন বিজেপি সাংসদ

রজনীকান্ত বলেছিলেন, তাঁর পার্টির আত্মপ্রকাশ ও রাজনীতির ময়দানে নামতে দেরি হয়েছিল ঠিকই, কিন্তু তিনি যখনই রাজনীতির ময়দানে নামুন না কেন, তখনই তিনি প্রভাব বিস্তার করতে পারবেন। তামিলনাড়ু ও তামিনলাড়ুর মানুষের জন্য আচ্ছে দিন আনতে সক্ষম হবেন।

দীর্ঘ জল্পনার পর প্রবীণ অভিনেতা তাঁর নতুন দলের আত্মপ্রকাশ করেছে। এবং জানিয়েছিলেন তাঁর দল পরবর্তী সাধারণ নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবে। রাজ্যের ২৩৪টি বিধানসভা আসনে প্রার্থী দেওয়াই তাঁর প্রাথমিক লক্ষ্য। তিনি এমন কথা বলেছিলেন, তিনি আধ্যাত্মিক রাজনীতির পথ বেছে নেবেন। এমনকী জন্মলগ্নেই তিনি বিজেপির সঙ্গে জোট গড়ার একটা আভাস দিয়েছিলেন।

তাঁর বিজেপির সঙ্গে জোট গড়ার সম্ভাবনায় উসকে দেওয়ার পিছনে বিশেষভাবে কাজ করেছিল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব। নরেন্দ্র মোদী দক্ষিণী সুপারস্টারের বাড়িতে গিয়ে দেখাও করে এসেছিলেন কয়েক বছর আগে। তারপর রজনীকান্ত মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তিনি স্বচ্ছ ভারত অভিযান ও নোট বাতিলের প্রশংসা করেন ভূয়সী কণ্ঠে।

এর ফলেই রজনীকান্ত নতুন দল গঠনের পর বিজেপির সঙ্গে একটা জোটের সম্ভাবনা তৈরি হয়। এবং এই জল্পনা তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিন ধরেই চলছে। এই অবস্থায় বিজেপি সাংসদ বাক্যবাণে বিদ্ধ করলেন প্রবীণ অভিনেতাকে। সরাসরি তাঁকে অশিক্ষিত বলে আক্রমণ করায়, বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক এখন কোন জায়গায় দাঁড়ায় তা-ই দেখার।

English summary
BJP MP subramanian swamy attacks veteran actor Rajnikanth as 'illiterate'. He says it will be disaster if alliance.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X