বিজেপি সাংসদকে বিষাক্ত রাসায়নিক যুক্ত চিঠি, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
তাঁকে পাঠানো হয়েছে বিষাক্ত রাসায়নিক যুক্ত চিঠি। এমনটাই দাবি করে অভিযোগ দায়ের করেছেন বিতর্কিত বিজেপি সাংসদ স্বাধ্বী প্রজ্ঞা ঠাকুর। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিজেপি সাংসদের বাসভবন থেকে ৩ থেকে ৪টি খাম বাজেয়াপ্ত করেছে। সূত্রের খবর অনুযায়ী এই খামে কোনও কোনওটিতে উর্দুতে লেখা চিঠি রয়েছে।

ভোপালের ডিআইডি এরশাদ আলি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সাংসদের কাছ থেকে তাঁরা একটি অভিযোগ পেয়েছিলেন। সাংসদ বলেছিলেন, তিনি ক্ষতিকারক রাসায়নিক দেওয়া খাম পেয়েছেন। বিষয়টি নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
খামে কি সত্যিই কোনও রাসায়নিক রয়েছে, সেই প্রশ্নের উত্তরে ডিআইজি জানিয়েছেন, ফরেনসিক পরীক্ষার পরেই এব্যাপারে কিছু বলা সম্ভব হবে।
কয়েকটি খামের কথা বলা হলেও সাংসদ প্রজ্ঞা ঠাকুরকে উদ্দেশ্য করে লেখা খয়েরি রঙ-এর একটি খাম ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শহরের পুলিশ সুপার উমেশ তিওয়ারি জানিয়েছেন, কমলানগর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এনিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।