For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভগবান রাম মনুবাদী, হনুমান দলিত! যোগীর পর বিজেপি সাংসদের ব্যাখ্যায় নয়া বিতর্ক

হনুমানকে দলিত বলে দাবি করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ। এবার তাঁর সুরে সুর মিলিয়ে রামকে মনুবাদী বলে ব্যাখ্যা করলেন বিজেপির সাংসদ সাবিত্রীবাঈ ফুলে।

  • |
Google Oneindia Bengali News

হনুমানকে দলিত বলে দাবি করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ। এবার তাঁর সুরে সুর মিলিয়ে রামকে মনুবাদী বলে ব্যাখ্যা করলেন বিজেপির সাংসদ সাবিত্রীবাঈ ফুলে। ফের হনুমান দলিত বিতর্ককে উসকে দিলেন তিনি। রামকে মনুবাদী ও হনুমানকে দলিত বলে বর্ণনা করে তিনি যোগী আদিত্যনাথকে সমর্থন দিয়ে বিতর্ক বাড়ালেন।

বিজেপি সাংসদের ব্যাখ্যা

বিজেপি সাংসদের ব্যাখ্যা

ভারতীয় জনতা পার্টির সাংসদ সাবিত্রীবাঈ ফুলে বিতর্কিত বিবৃতির জন্য বিখ্যাত। তিনি বারবার বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন। ফের একবার তিনি বিতর্কিত মন্তব্য করে বসলেন। যোগী আদিত্যনাথের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, হনুমান যদি দলিত না হবেন, তবে কেন তাঁকে মানুষের মতো সৃষ্টি করা হয়নি। কেন তিনি বানরের মতো সৃষ্টি হয়েছিলেন? তাঁর আরও প্রশ্ন, কেন তাকে একটি লেজ দেওয়া হয়েছিল

যোগীকে সমর্থন সাংসদের

যোগীকে সমর্থন সাংসদের

সাবিত্রীদেবী ফুলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তব্যকে সমর্থন করে আরও বলেন, যোগী আদিত্যনাথের এই কথায় দলিতদের জন্য তাঁর ভালবাসায় ব্যক্ত হয়েছে। তিনি দলিতদের সম্মান প্রদর্শন করেছেন। দলিতদের ছোট করেননি। তিনি দলিতদের ভালোবাসেন বলেই মনুবাদী রাম যেমন হনুমানকে আলিঙ্গন করেছিলেন, দলিতদের সম্মান দিয়েছিলেন, সেই ব্যাখ্যা দিয়েছিলেন।

কী বলেছিলেন যোগী আদিত্যনাথ

কী বলেছিলেন যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথ বলেছিলেন, রাম যেমন হনুমানকে বুকে জড়িয়ে নিয়েছিলেন, এ যুগে সেই কাজ করছে একমাত্র বিজেপি। বিজেপিও দলিতদের সম্মান প্রদর্শন করেছে, তাঁদের দুঃখের সাথী হয়েছে। তাঁদের মর্যাদা দেওয়ার কাজ করে যাচ্ছে। যা আর কোনও দল কোনওদিন দেওয়ার পরিকল্পনা করেনি।

[আরও পড়ুন:এবার অধীর-মহলে হানা বিজেপির, বড় ভাঙন ধরিয়ে গেরুয়া শিবিরে কংগ্রেস নেতা][আরও পড়ুন:এবার অধীর-মহলে হানা বিজেপির, বড় ভাঙন ধরিয়ে গেরুয়া শিবিরে কংগ্রেস নেতা]

দলিত হনুমানই আসল পুরোহিত

দলিত হনুমানই আসল পুরোহিত

এদিন সাবিত্রীবাঈ ফুলে আরও এগিয়ে বলেন, দলিতদের পুরোহিত হিসেবে রাখা উচিত। তার কারণ হনুমান যেভাবে রামের পুজো করেছিলেন, তারপর সেই আসন নিতে পারেন দলিতরা। হনুমান যদি দলিত সম্প্রদায়ের ধরা হয়, হনুমান যদি রামের পুজো করতে পারেন, কেন দলিতরা তবে দেবতার পুজো করতে পারবে না।

[আরও পড়ুন: বিরোধী শিবিরে জোর ধাক্কা, শুভেন্দুর হাতযশে ফের অধীর-গড়ে শক্তিবৃদ্ধি তৃণমূলের][আরও পড়ুন: বিরোধী শিবিরে জোর ধাক্কা, শুভেন্দুর হাতযশে ফের অধীর-গড়ে শক্তিবৃদ্ধি তৃণমূলের]

English summary
BJP MP Sabitribai Phule makes controversial comment that Ram was ‘manuwadi’. Before Yogi Adityanath made coment Hanuman was Dalit,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X