For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দিল্লিতে মুঘল আমল ফিরতে আর বেশি দেরি নেই'! শাহিনবাগ নিয়ে এবার দক্ষিণী নেতার কটাক্ষ

  • |
Google Oneindia Bengali News

দিল্লি নির্বাচনে যে শাহিনবাগ বিজেপির কাছে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠছে , তা শিবিরের বিভিন্ন নেতার বক্তব্যে আরও স্পষ্ট। এরই মধ্যে দিল্লি প্রশাসন ও ইডি সূত্রের খবর যে শাহিনবাগের ঘটনার নেপথ্যে একযোগে রয়েছে কংগ্রেস, পিএফআই ও আপ। এদিকে, উত্তরভারতের গোবলয়ের নেতারা ছাড়াও এবার দক্ষিণ ভারতের বিজেপি নেতারও কটাক্ষের নিশানায় রয়েছে শাহিনবাগ।

শাহিনবাগকে নিয়ে তুলনা মুঘল আমলের!

শাহিনবাগকে নিয়ে তুলনা মুঘল আমলের!

বেঙ্গালুরুর দাপুটে যুব সাংসদ তথা বিজেপির তাবড় দক্ষিণী নেতা তেজস্বী সুরিয়া জানিয়েছেন, 'আজ যা হচ্ছে দিল্লির শাহিনবাগে তাতে স্পষ্ট যে দেশের বহু মানুষই সজাগ নন। দেশাত্মক ভারতীয়রা এমন ঘটনার সঙ্গে নেই। মুঘল শাসন আবার দিল্লিতে ফিরতে আর দেরি নেই। '

 সিএএ নিয়ে তেজস্বীর দাবি

সিএএ নিয়ে তেজস্বীর দাবি

সিএএ প্রসঙ্গে বলতে গিয়ে তেজস্বী সুরিয়া বলেন, 'নতুন ভারত তৈরি করা যাবে না পূর্বের ক্ষতকে না সারিয়ে।' সিএএ-র দ্বারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের আশ্রয় প্রসঙ্গে এমন বার্তা দিয়েছেন তেজস্বী সুরিয়া।

মোদীর ভূয়সী প্রশংসায় সুরিয়া

মোদীর ভূয়সী প্রশংসায় সুরিয়া


এদিন, মোদী সরকারের ভূয়সী প্রশংসা করে দেশের কনিষ্ঠতম সাংসদ সুরিয়া বলেন, 'মোদীজির নেতৃত্বে পূর্বের বহু ইস্যুকে সমাধান করা গিয়েছে। ' আর এই ইস্যুর তালিকায় তিনি রাখেন কাশ্মীরের ৩৭০ ধারা থেকে বোড়ো সমস্যা, তিন তালাকের রদের মতো ঘটনা।

যোগীর তোপ

যোগীর তোপ

এর আগে দিল্লি নির্বাচনে প্রচারের পারদ চড়িয়ে যোগী আদিত্যনাথ বলেন, 'মুসলিমরা এদেশে থেকে কোনও উপকার করছেন না'। আর দিল্লি নির্বাচনের শেষবেলায় এমন বক্তব্য নিঃসন্দেহে প্রাসঙ্গিক হতে শুরু করেছে ।

English summary
BJP MP’s jibe at Delhi’s Shaheen Bagh protesters, says Mughal Raj not far away
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X