For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি সাংসদ রমাদেবী ক্ষমা করবেন না আজম খানকে, নিন্দার ঝড় বয়েই চলেছে

সংসদে দাঁড়িয়ে যে ভাষায় একজন মহিলা সাংসদকে সম্বোধন করে কথা বলেছেন সমাজবাদী পার্টি সাংসদ, তারপর তাঁকে ক্ষমা করা যায় না।

Google Oneindia Bengali News

সংসদে দাঁড়িয়ে যে ভাষায় একজন মহিলা সাংসদকে সম্বোধন করে কথা বলেছেন সমাজবাদী পার্টি সাংসদ, তারপর তাঁকে ক্ষমা করা যায় না। স্পিকারের আসনে থাকা রমা দেবীকে আজম খান যে কথা বলেছেন, তারপর ক্ষমা করার কোনও প্রশ্নই নেই। আজম খান ক্ষমাভিক্ষা করলেও তাঁকে মাফ করব না, সাফ জানালেন রমা দেবী।

বিজেপি সাংসদ রমাদেবী ক্ষমা করবেন না আজম খানকে

বৃহস্পতিবার সংসদে লোকসভার উপাধ্যক্ষ রমাদেবীকে উদ্দেশ্য তরে যে ভাষা ব্যবহার করেছেন আজন খান, তা নিয়ে উত্তাল হয়ে ওঠে সাংসদ। রাজনৈতিক মহলে তা নিয়ে চাপানউতোর তৈরি হয়। বিজেপির সাংসদরা তো বটেই, তৃণমূল এমনকী কংগ্রেস সাংসদরাও আজম খানের বক্তব্যের সমালোচনা করেন।

তবে আজম খানের পাশে দাঁড়িয়ে সমাজবাদী পার্টি সুপ্রিমো জানান, অযথা আজম খানের মন্তব্য নিয়ে জলঘোলা করছে বিজেপি। সপা সাংসদ ঠিক তা বলতে চাননি, যা নিয়ে বিজেপি সাংসদরা হইচই করছেন। এ প্রসঙ্গে আজম খান নিজে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, যদি কোনও অশ্লীলতা থাকে তাঁর কথায়, তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করবেন।

রমা দেবী বলেন, পুরুষের মা, বোন, স্ত্রী থাকে। তাই আজম খান তাঁর এহেন বক্তব্যে শুধু নারী জাতিরই অপমান করেননি, সমগ্র পুরুষজাতির মর্যাদা ক্ষুন্ন করেছেন। আজম খানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অন্যান্য সংসদ সদস্যদের বৈঠক বসেন। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে সোমবার তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হবে। তা না হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। যদিও রমাদেবী তাঁকে মাফ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

English summary
BJP MP Rama Devi says she shall not forgive Azam Khan despite of his apologize. BJP, Congress and TMC demand for penalty of MP Azam Khan due to his dirty comment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X