For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সঙ্গে রয়েছে ১৪৫ জন বিধায়ক! রাষ্ট্রপতি শাসনের পর মহারাষ্ট্রে 'ফর্মে' ফিরছেন শাহরা

মহারাষ্ট্রে সরকার গড়বে বিজেপিই। বিজেপি সাংসদ নারায়ণ রানের দাবি, তাঁদের সঙ্গে রয়েছে ম্যাজিক ফিগার। আবারও বিজেপিই ক্ষমতায় আসতে চলেছে মহারাষ্রে র।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে সরকার গড়বে বিজেপিই। বিজেপি সাংসদ নারায়ণ রানের দাবি, তাঁদের সঙ্গে রয়েছে ম্যাজিক ফিগার। আবারও বিজেপিই ক্ষমতায় আসতে চলেছে মহারাষ্ট্রে। মঙ্গলবার রাষ্ট্রপতি শাসন জারির পর বিজেপির পক্ষ থেকে এই দাবি বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজ্যপালের সিদ্ধান্ত যে বিজেপিকে ফের অক্সিজেন দিয়েছে, তা-ই প্রমাণ করে এই সাংসদের মন্তব্য।

বিজেপির সঙ্গে বর্তমানে ১৪৫ জন বিধায়ক

বিজেপির সঙ্গে বর্তমানে ১৪৫ জন বিধায়ক

নারায়ণ রানে বলেন, বিজেপির সঙ্গে বর্তমানে ১৪৫ জন বিধায়ক রয়েছেন। ফলে তাঁদের ক্ষমতায় আসা কোনও সমস্যা হবে না। শিবসেনাকে ছাড়াই তাঁরা ক্ষমতা আসতে পারবে। বিজেপি সাংসদের কথায়, কংগ্রেস ও এনসিপি ভুল বোঝাচ্ছে শিবসেনাকে। সিবসেনা মূর্খের স্বর্গে বাস করছে। বিজেপির সঙ্গে ছেড়ে মস্ত ভুল করেছে শিবসেনা। তাঁদের এবার ভুগতে হবে।

কংগ্রেসের দাবি

কংগ্রেসের দাবি

এদিকে কংগ্রেস দাবি করেছে, কংগ্রেস ছাড়া স্থায়ী সরকার সম্ভব নয় মহারাষ্ট্রে। সেই লক্ষ্য নিয়েই এনসিপি ও শিবসেনার সঙ্গে আলোচনা চলছে। অর্থাৎ প্রাকান্তরে মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি-শিবসেনার জোট সরকার হতে পারে, এমনই সম্ভাবনার কথা জানিয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা আহমেদ প্যাটেল।

মহারাষ্ট্র সরকার গঠনের জন্য

মহারাষ্ট্র সরকার গঠনের জন্য

রাষ্ট্রপতি শাসনের মধ্যেই মহারাষ্ট্র সরকার গঠনের জন্য আলোচনা চলবে বলে সম্মিলিতভাবে জানিয়ে দিল কংগ্রেস ও এনসিপি। মঙ্গলবার যৌথ সাংবাদিক বৈঠক করে শারদ পাওয়ার ও আহমেদ প্যাটেল রাষ্ট্রপতি শাসন জারির সমালোচনা করেন। কংগ্রেস ও এনসিপি উভয়েই জানায়, এনসিপিকে দেওয়া সময় এখনও অতিবাহিত হয়নি। তার মধ্যেই কী করে রাষ্ট্রপতি শসান জারি করা হল। তারপর কংগ্রেসকে আমন্ত্রণ জানানো উচিত ছিল রাজ্যপালের, তাও জানাননি রাজ্যপাল।

বিজেপিকে নিশানা কংগ্রেসের

বিজেপিকে নিশানা কংগ্রেসের

কংগ্রেসের অভিযোগ, আদালতের নির্দেশ মানেনি বিজেপি। আর রাজ্যপাল সংবিধান মানার আগে কেন্দ্রীয় সরকারের নির্দেশ পালন করতেই ব্যস্ত। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্যপাল ডাকার পর বিজেপি জানিয়েছিল, তারা সরকার গড়তে অপারগ। দুদিনের মধ্যেই পরিবর্তন হয়ে গেল চিত্র।

English summary
BJP MP Narayan Rane says BJP will build government in Maharashtra. 145 MLAs are in hand of BJP, he demands.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X