For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাত নির্বাচনের আগের দিন মোদীর বিরুদ্ধে এই বিষোদ্গার করে পদত্যাগ বিজেপি সাংসদের

হাইভোল্টেজ গুজরাত বিধানসভা নির্বাচনের ঠিক আগের দিন বিজেপি-র সদস্যপদ ও সাংসদপদ থেকে ইস্তফা দিলেন মহারাষ্ট্রের সাংসদ নানা পাটোলে।

  • |
Google Oneindia Bengali News

হাইভোল্টেজ গুজরাত বিধানসভা নির্বাচনের ঠিক আগের দিন বিজেপি-র সদস্যপদ ও সাংসদপদ থেকে ইস্তফা দিলেন মহারাষ্ট্রের সাংসদ নানা পাটোলে। ঘটনা ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়াচ্ছে রাজনৈতিক মহলে। গেরুয়া দুর্গ গুজরাতে, নির্বাচনের ঠিক আগের দিন এই ইস্তফার খবর গুজরাতের রাজনীতিতেও বেশ দোলাচল তৈরি করেছে বলে খবর।

গুজরাত নির্বাচনের আগের দিন মোদীর বিরুদ্ধে এই বিষোদ্গার করে পদত্যাগ বিজেপি সাংসদের

এর আগে, গত অগাস্ট মাসে বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকারের সমালোচনা করে , পাটোলে জানান বিজেপি চাষিদের প্রতি অমানবিক ব্য়বহার শুরু করেছে। মুলত কৃষি ঋণ নিয়ে তিনি ফড়নবিশ সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তবে এবার নানা পাটোলে শুধুমাত্র ফড়নবীশ সরকারের বিরুদ্ধে নয়, প্রধারমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও আক্রমণ শানিয়ে দলের সদস্যপদ ত্যাগ করেন।

নিজের ইস্তফাপত্রে ১৪ টি বিষয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন নানা। কৃষিঋণ, বেকারত্ব, নোটবাতিল,জিএসটি, সুদের হার কমানো , এলপিজি ভর্তুকি সমেত একাধিক বিষয় নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধাচারণ করে , তাঁর সমালোচনা করেন নানা। এদিকে,বিশেষজ্ঞ মহলের ধরাণা গুজরাত নির্বাচনের ঠিক আগের দিনই এই ধরনের মন্তব্য ও ইস্তফার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র আছে।

English summary
A day before Gujarat goes to polls with BJP banking on Prime Minister Narendra Modi's popularity, a party MP from Maharashtra has resigned citing Mr Modi's unpopularity.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X