For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'JNU এর নাম পাল্টে মোদীর নামে MNU' করার পরামর্শ বিজেপি সাংসদ হনস রাজ হনসের ! 'কারণ' জানালেন নেতা

জেএনইউ নিয়ে মন্তব্যের জেরে খবরে বিজেপি নেতা

  • |
Google Oneindia Bengali News

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকেই একটা সময় 'আজাদি'র স্লোগান শোনা গিয়েছিল। তরুণ রাজনীতিবিদ তথা বাম নেতা কানহাইয়া কুমারের আগুন ঝরানো ভাষণে সেই সময়ে মাতোয়ারা হয়েছিল গোটা জেএনইউ। কাশ্মীরের স্বাধীনতা নিয়ে একাধিক বক্তব্য উঠে আসে এই বিশ্ববিদ্যালয় থেকে। কাশ্মীর ইস্যু থেকে শুরু করে রাজনৈতিক একাধিক ইস্যুতে বহুবার বিতর্কে থাকবার পর এবার জেএনইউএর নাম পাল্টে ফেলার পরামর্শ দিলেন বিজেপি সাংসদ হনস রাজ হনস।

'জেএনইউ কে এমএনইউ করতে হবে'!

'জেএনইউ কে এমএনইউ করতে হবে'!

দিল্লির বিখ্যাত জওহরলাল নেহরু ইউনিভার্সিটির নাম এনএনইউ করার পরামর্শ দিয়েছেন বিজেপি সাংসদ হনস রাজ হনস। খ্যাতি সম্পন্ন এই বিশ্ব বিদ্যালয়ের নাম থেকে জওহরলাল নামটি তুলে মোদীর নামে তা নামাঙ্কিত করার পরামর্শ দিয়েছেন এই পাঞ্জাবী গায়ক তথা বিজেপি সাংসদ।

 কেন মোদীর নামে নামাঙ্কিত হবে..?

কেন মোদীর নামে নামাঙ্কিত হবে..?

কেন জেএনইউএর নাম মোদীর নামে নামাঙ্কিত হবে, তার ব্যাখ্যা হিসাবে হনস রাজ হনস জানান, 'মোদীজির নামে কিছু হওয়া দরকার '। প্রসঙ্গত, জেএনিউএর এক সভায় বসেই এমন বার্তা দিয়েছেন বিজেপির এই সাংসদ।

কাশ্মীর ও 'জেএনইউ ' প্রসঙ্গ

জেএনইউএর এক সভায় হনস রাজ হনস মূলত কাশ্মীর প্রসঙ্গ নিয়ে বক্তব্য রাখতে ওঠেন, সেই সময় তিনি বলেন ' প্রার্থনা করুন সবাই যেন শান্তিতে থাকেন। বিস্ফোরণ না হয়। আমাদের জ্যেষ্ঠরা ভুল করে গিয়েছেন, আর তার খেসারত আমাদের দিতে হচ্ছে। আমি বলি কি এর নাম এম এনইউ করে দাও। মোদীজীর নামে কিছু হওয়া উচিত। '

English summary
BJP MP Hans Raj Hans wants JNU to be renamed as MNU with Modi's name."Pray that everyone remains peaceful (in Kashmir). We are paying for the mistakes of our ancestors... I suggest we name it (JNU) MNU. There should be something under Modi's name too,"
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X