আগুনে পুড়ে মৃত্যু হল বিজেপি সাংসদের ৬ বছরের নাতনির
মর্মান্তিক দুর্ঘটনা ঘটল দিওয়ালির রাতে। প্রয়াগরাজের বিজেপি সাংসদ রীতা বহুগুনা যোশীর নাতনির বাজি ফাটাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হল। আলোর উৎসবের দিন এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।

দিওয়ালির দিন রাতে ছ’বছরের ছোট্ট শিশু অন্য শিশুদের সঙ্গে খেলছিলেন নিজের বাড়ির ছাদেতে। সেখানেই বাজি থেকে তার পোশাকে আগুন ধরে যায়। সবচেয়ে দুঃখজনক হল বাজির আওয়াজের চোটে ছোট্ট শিশুর কান্না কেউ শুনতে পায়নি। পরে তাকে দগ্ধ অবস্থায় একদন উদ্ধার করে। তাকে দ্রুত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু আঘাতের কারণে সে মারা যায়।
শিশুটির দেহের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল যখন তাকে উদ্ধার করা হয়। তাকে প্রথমে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে দিল্লির সেনা হাসপাতালে স্থানান্তর করার জন্য অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলেও দিল্লি পৌঁছানোর আগেই সে মারা যায়। সাংসদ রীতা যোশী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর নাতনির চিকিৎসার জন্য কথা বলেন।

ভোটের আগেই কি জেলে যাত্রা মুকুল রায়ের, ইডির নোটিশ নিয়ে শুরু জল্পনা