For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক কিশোরীর ভারতে আসার ব্যবস্থা করলেন গাম্ভীর, টুইটারে আবেগঘন বার্তা

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তির্যক মন্তব্যকে তিনি রেওয়াত করেননি। পাকিস্তানের সন্ত্রাসী মনোভাবকে তিনি বারবার চাঁছাছোলা ভাষায় বিদ্ধ করেছেন।

Google Oneindia Bengali News

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তির্যক মন্তব্যকে তিনি রেওয়াত করেননি। পাকিস্তানের সন্ত্রাসী মনোভাবকে তিনি বারবার চাঁছাছোলা ভাষায় বিদ্ধ করেছেন। কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষর প্রতি যে তাঁর মমত্ববোধ রয়েছে, তা দেখালেন ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা তথা বিজেপি সাংসদ গৌতম গাম্ভীর। কথায় নয়, কাজে তার প্রমাণ দিলেন তিনি।

পাক কিশোরীর ভারতে আসার ব্যবস্থা করে দিলেন গাম্ভীর

চিকিৎসার জন্য ভারতে আসার আবেদন জানিয়েছিল এক পাক পরিবার। কিছুতেই ভিসা সমস্যা মিটছিল না। নিজের দায়িত্ব তা মিটিয়ে দিলেন গৌতম গাম্ভীর। তাঁর হস্তক্ষেপেই পাক নাগরিকের ভারতে আসার জন্য দুয়ার খুলে গেল। নিজেই এই খবর দিয়েছেন গৌতম গাম্ভীর।

টুইটারে তিনি লেখেন, একটা নিরীহ মন ভিন দেশের এক প্রান্ত থেকে আমাকে অনুরোধ করেছিল, তখনই ভেঙে গিয়ছিল সমস্ত বেড়াজাল। ওমাইমা ভারতে আসতে চাইছিল। তার গুটি গুটি পায়ে এ দেশে আসতে চাওয়ার মিষ্টতা আমাকে মনে করিয়ে দিল যেন কোনও বোন তার নিজের বাড়িতে আসতে চাইছে।

হার্ট সার্জারির জন্য এক পাক দম্পতি মেয়েকে নিয়ে ভারতে আসার আবেদন জানিয়েছিল। কিন্তু ভিসা সমস্যায় পড়ে তাঁদের আসা আটকে যায়। এরপর গৌতম গাম্ভীর নিজে উদ্যোগ নেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে টিছি লেখেন। জয়শঙ্কর তৎক্ষণাৎ ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনকে বিষয়টি জানান।

পাক দম্পতি ও তাঁদের কিশোরী মেয়ের ভিসা ইস্যু করে দিতে বলেন বিদেশমন্ত্রী। ফের একবার ভারতের মানবিক মুখ দেখা গেল। এর আগেও সুষমা স্বরাজ এরকম উদ্যোগ নিয়েছিলেন। এবার গৌতম গাম্ভীরের উদ্যোগে জয়শঙ্কর নিলেন উদ্যোগ।

English summary
Former India cricketer BJP MP Goutam Gambhir helps to Pakistani teenager to come in India for treatment. He helps to solve visa problem.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X