For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক নম্বর থেকে গম্ভীর ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি, পুলিশে অভিযোগ দায়ের

Google Oneindia Bengali News

প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে ও তাঁর পরিবারকে৷ এমনই অভিযোগ আনলেন গৌতম গম্ভীর৷ প্রাক্তন ক্রিকেটার তথা পূর্ব দিল্লীর ভারতীয় জনতা পার্টির সাংসদে বলেন, একটি আন্তর্জাতিক নম্বর ব্যবহার করে তাঁর ফোনে এই হুমকি দেওয়া হয়েছে৷ এই সম্বন্ধ্যে উনি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। প্রাণে মারার হুমকি দেওয়া এই ফোন দুদিন আগে তাঁর কাছে এলেও তিনি এই বিষয়ে স্থানীয় আজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান যেই নম্বর থেকে এই হুমকি আসে তার এক্সটেনশটি এরকম : +৭ (৪০০) ০৪৩।

গম্ভীর ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ফোন

পূর্ব দিল্লির সাংসদ এই প্রসঙ্গে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের কমিশনারকে চিঠি দিয়েছেন ৷ শুক্রবার এই হুমকি দেওয়া হয়েছে অভিযোগে জানিয়েছেন গম্ভীর৷ পুলিশের কাছে পরিবারের সুরক্ষার আর্জি জানিয়েছেন তিনি৷ ডিসিপি শাহদরাকে তিনি জানিয়েছেন যে, ওনাকে আর ওনার পরিবারকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ইন্টারন্যাশানাল কল করে। আর এই জন্য উনি পুলিশের কাছে আবেদন করেছেন যে, প্রাণে মারার হুমকি নিয়ে পুলিশ যেন ওনার অভিযোগ দায়ের করে ওনার এবং ওনার পরিবারের সুরক্ষা বাড়িয়ে দেয়।

ক্রিকেটার থেকে রাজনীতির আঙিনায় প্রবেশ করেছেন বেশ কিছুদিন৷ সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে এসেছেন বিপুল জনসমর্থনে৷ রাজনীতিতে নামা গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়ায় ভালোই অ্যাক্টিভ থাকেন। সম্প্রতি উনি ছাত্রদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের সমর্থন করেছিলেন। গম্ভীর বলেন, যদি অবাঞ্ছিত মানুষ হিংসা করে, তাহলে পুলিশ তাঁর জবাব দেবেই। সংশোধিত আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশের পদক্ষেপের বিষয়ে গৌতম গম্ভীরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছিন, 'আমি বলেছি যে ছাত্রদের উপর লাঠি চালানো ভুল, কিন্তু যদি আত্মরক্ষার কারণে কিছু করা হয়, সেটা তাহলে ভুল না।'

English summary
bjp mp gautam gambhir receives life threat from international number
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X