For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জামিয়ার শ্যুটার বিপথগামী এক যুবক '! দিল্লি থেকে সরব অর্জুন সিং

  • |
Google Oneindia Bengali News

জামিয়া বিশ্ববিদ্যালয়ে পর পর গুলি চলার ঘটনা নিয়ে রীতিমতো সন্ত্রস্ত গোটা দেশ। আতঙ্কে রয়েছে দিল্লিও। গত সপ্তাহে এক দুপুরবেলায় আচমকা জামিয়ার সামনে গুলি চালাতে শুরু করে এক যুবক । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পর পর দিল্লিতে সিএএ বিরোধী বিক্ষোভে গুলি চালনার ঘটনা ঘটে।

অর্জুন সিং-এর বক্তব্য জামিয়া শ্যুটারকে নিয়ে!

জামিয়া মিলিয়া ইসলামিয়ার ঘটনা নিয়ে এদিন অর্জুন সিং বলেন, ' যেমন মুসলিমদের বিপক্ষের লোকজন নিরাপত্তা দিয়ে শাহিনবাগে বসিয়ে রেখেছেন,যার সঙ্গে সিএএ-র কোনও সম্পর্ক নেই, .. আমাদের কম বয়সের ছেলেরা পথভ্রষ্ট হয়েই এমন গুলি চালাচ্ছে।.. '

 জামিয়ায় ফের গুলি!

জামিয়ায় ফের গুলি!

গতকাল রাতেও জামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে খোলা আকাশে গুলি চালনা শুরু হয়। আর তাতেই ফের আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর তার জেরেই জামিয়াকাণ্ডে রীতিমতো তোলপাড় শুরু হয়। এরপর , বিজেপির অনুরাগ ঠাকুরের 'গোলি মারো' স্লোগানের সমালোচনায় নামে বিরোধী শিবির।

 শাহিনবাগ ও জামিয়া আতঙ্ক

শাহিনবাগ ও জামিয়া আতঙ্ক

কয়েকদিন আগে শাহিনবাগেও একইরকমের গুলি চালনার ঘটনা ঘটে সিএএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে। তবে সেই ঘটনায় কেউ আহত না হলেও, আততায়ীর স্লোগানে 'হিন্দুও কি চলেগি'র মতো বুলি উঠে আসে। আর তার জেরেই দিল্লি নির্বাচনের আগে কোণঠাসা বিজেপি।

English summary
BJP MP from West Bengal Arjun Singh says, Jamia shooters misguided youths .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X