For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলীয় দফতরের চৌকিদারের কাছে চিঠি দিয়ে পদত্যাগ বিজেপি সাংসদের

উত্তরপ্রদেশের হরদোইয়ের বিজেপি সাংসদ দল থেকে পদত্যাগ করলেন। তাঁকে টিকিট দেওয়া হয়নি। সেই ক্ষোভ থেকেই দল ছেড়েছেন অনশূল বর্মা।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের হরদোইয়ের বিজেপি সাংসদ দল থেকে পদত্যাগ করলেন। তাঁকে টিকিট দেওয়া হয়নি। সেই ক্ষোভ থেকেই দল ছেড়েছেন অনশূল বর্মা। নিজের পদত্যাগ পত্রে তিনি প্রশ্ন করেছেন কেন কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই তাঁকে এবারের ভোটে লড়তে দেওয়া হল না।

চৌকিদারের কাছে চিঠি দিয়ে পদত্যাগ বিজেপি সাংসদের

সবচেয়ে আশ্চর্যের যে তিনি নিজের পদত্যাগপত্র এদিন সকালে গিয়ে কার্যালয়ের নিরাপত্তারক্ষী অর্থাৎ চৌকিদারের হাতে তুলে দিয়ে এসেছেন। একইসঙ্গে তিনি এদিন যোগ দিয়েছেন সমাজবাদী পার্টি দলে। তাঁকে স্বাগত জানান দলের সভাপতি অখিলেশ যাদব ও সপা নেতা আজম খান।

এই কেন্দ্রে এবছর বিজেপি জয় প্রকাশ রাওয়াতকে প্রার্থী করেছে। এই জয় প্রকাশ রাওয়াত আগে ছয়বার সাংসদ নির্বাচনে জয়লাভ করেছেন। ফলে অভিজ্ঞতাকে বিজেপি এবার গুরুত্ব দিয়েছে।

যদিও অনশূল তাতে ক্ষুব্ধ। বিজেপি শীর্ষ নেতৃত্বরা যেখানে ভোট প্রচারের কৌশল হিসাবে নামের আগে চৌকিদার ব্যবহার করেছে, তেমনই সেই বিষয়টিকেই খোঁচা দিয়ে অনশূল বিজেপি কার্যালয়ে গিয়ে চৌকিদারের হাতেই পদত্যাগ পত্র দিয়ে এসেছেন।

English summary
BJP MP from Hardoi Anshul Verma resigns and submits resignation to chowkidar of party office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X