For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে বড় ভাঙন! যোগী সরকারের বিরুদ্ধে গর্জে বিধানসভায় ধরনায় দলীয় বিধায়ক

  • |
Google Oneindia Bengali News

দেশের বিভিন্ন অংশ থেকে যখন বিজেপি সরকারের বিরুদ্ধে সিএএ ইস্যুতে তীব্র প্রতিবাদ উঠে আসছে, তখন বিজেপির রাজ্য সরকারের বিরুদ্ধেই এবার উত্তরপ্রদেশে গর্জে উঠলেন পদ্মশিবিরের একাধিক বিধায়ক। তবে এক্ষেত্রে উপলক্ষ্য সিএএ নয়। এক্ষেত্রে তাঁরা প্রতিবাদ জানিয়েছেন আরও এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে ঘটে যাওয়া এক ঘটনাকে ঘিরে।

গাজিয়াবাদে কী ঘটেছে?

গাজিয়াবাদে কী ঘটেছে?

যোগীরাজ্য উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিজেপি বিধায়ক নন্দকিশোর গুরজরকে পুলিশ ও প্রশাসন হেনস্থা করছে বলে তিনি বিধানসভায় অভিযোগ তেলেন। সেই সময় সংসদীয় বিষয়ক মন্ত্রী সুরেশ খানা তাঁকে বসে পড়তে বলেন। এতেই ফুঁসে ওঠেন ওই বিজেপি বিধায়ক।

বিজেপি বিধায়ক নন্দকিশোর ক্ষোভ উগড়ে দেন দলের দিকে

বিজেপি বিধায়ক নন্দকিশোর ক্ষোভ উগড়ে দেন দলের দিকে


বিজেপি বিধায়কের এমন ঘটনা নিয়ে প্রতিবাদে গর্জে ওঠেন সমাজবাদী পার্টির নেতারাও। আর তাঁদের সঙ্গে যোগ দেন বিজেপির বেশ কয়েকজন বিধায়ক । এরপর থেকে বিধানসভায় নিজেদের সরকারের বিরুদ্ধেই গর্জে ওঠেন পদ্মশিবিরের নেতারা।

 'বিধায়ক একতা জিন্দাবাদ'

'বিধায়ক একতা জিন্দাবাদ'

এরপর বিধানসভার ভিতর যোগী সরকারের বিরুদ্ধে ধরনায় বসে যান বিজেপি বিধায়করা। সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির বিধায়করা। যোগ দেয় কংগ্রেস। স্লোগন উঠতে থাকে, 'বিধায়ক একতা জিন্দাবাদ'। এরপর রাজ্যের বিধানসভার স্পিকারের থেকে আশ্বাসবাণী আসে বিধায়কদের প্রতি। জানানো হয় যে এই বিষয়ে একমাত্র বিচার করতে পারেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। তবে তিনি এখন ঝাড়খণ্ডে রয়েছেন। তিনি রাজ্যে ফিরলেই বিষয়টি উত্থাপন করা হবে।

English summary
BJP MLAs sit on dharna inside UP assembly against their own government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X