For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসকে ভেঙেও ক্ষান্ত নন মোদী-শাহরা! তড়িঘড়ি বিজেপি বিধায়কদের ‘শেল্টার’ দিল্লি

মধ্যপ্রদেশে কংগ্রেসকে ভেঙে দিয়েছে বিজেপি। এবার যাতে পাল্টা আঘাত না আসে, তার জন্য অতি সাবধানতা অবলম্বন করল গেরুয়া শিবির। রাতারাতি বিজেপি বিধাকদের উড়িয়ে নিয়ে যাওয়া হল দিল্লিতে।

Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশে কংগ্রেসকে ভেঙে দিয়েছে বিজেপি। এবার যাতে পাল্টা আঘাত না আসে, তার জন্য অতি সাবধানতা অবলম্বন করল গেরুয়া শিবির। রাতারাতি বিজেপি বিধাকদের উড়িয়ে নিয়ে যাওয়া হল দিল্লিতে। বিজেপি বিধাকদের সঙ্গে রয়েছে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পর্যন্ত। দিল্লি পুলিশের নজরদারিতে তাঁদের রাখা হয়েছে বলে সূত্রের খবর।

বিজেপি বিধায়করা আস্থা ভোট পর্যন্ত দিল্লিতেই

বিজেপি বিধায়করা আস্থা ভোট পর্যন্ত দিল্লিতেই

গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে বিজেপি বিধায়কদের আস্থা ভোট পর্যন্ত দিল্লিতেই রাখা হবে। তাঁদের কার্যত নজরবন্দি রাখার বন্দোবস্ত করা হয়েছে। বিজেপি মধ্যপ্রদেশ সরকারকে গদিচ্যুত করতে একেবারে অঙ্ক কষে এগোচ্ছে। একসঙ্গে ২২ বিধায়ককে ভাঙিয়ে আনা হয়েছে। তার মধ্যে আবার কমলনাথ সরকারের মন্ত্রিসভার ৬ সদস্যও রয়েছেন।

সমস্ত বিধায়ককে দিল্লিতে উড়িয়ে আনা হয়েছে

সমস্ত বিধায়ককে দিল্লিতে উড়িয়ে আনা হয়েছে

এমতাবস্থায় কোনও মতেই বিজেপি বিধাকদের ছেড়ে রাখার পক্ষপাতী নন অমিত শাহ। মূলত তাঁর নির্দেশেই সমস্ত বিধায়ককে দিল্লিতে উড়িয়ে আনা হয়েছে মঙ্গলবার রাতে। কর্নাটকের পথেই যে মধ্যপ্রদেশ দখলের ছক কষেছে বিজেপি, তা পরিষ্কার বিজেপি বিধায়কদের দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়ার তাড়াহুড়ো দেখেই।

২২ জন বিধায়কও ইস্তফা দিয়েছেন মধ্যপ্রদেশে

২২ জন বিধায়কও ইস্তফা দিয়েছেন মধ্যপ্রদেশে

মঙ্গলবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মোদী-অমিতের সঙ্গে সাক্ষাতের পর কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। তাঁর সঙ্গেই ২২ জন বিধায়কও ইস্তফা দিয়েছেন মধ্যপ্রদেশ বিধানসভা থেকে। এর ফলেই মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের পতনের পথ প্রশস্থ হয়। যদিও কমলনাথ দাবি করছেন, তাঁর সঙ্গে সংখ্যা রয়েছে, বিজেপি কিন্তু প্রতিটি পদক্ষেপ নিচ্ছে হিসেব কষেই।

বিজেপি নেতা ভূপেন্দ্র সিংয়ের দাবি

বিজেপি নেতা ভূপেন্দ্র সিংয়ের দাবি

বিজেপি নেতা ভূপেন্দ্র সিং সম্প্রতি দাবি করেছেন, ২২ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন, আর ৮ জন বিধায়ক লাইনে রয়েছেন। তাঁরা যে কোনও সময়ে পদত্যাগ করবেন। অতএব কংগ্রেসের সরকার বাঁচানোর কোনও পথ নেই। আরও এখটি রাজ্য বিজেপির দখলে আসা স্রেফ সময়ের অপেক্ষা।

English summary
BJP MLAs gather in Delhi to avoid broken before floor test in Madhya Pradesh. Congress government faces challenge now.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X