For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মায়াবতী হিজড়ার চেয়েও অধম! এবার মাত্রা ছাড়ালেন বিজেপি মহিলা বিধায়ক

উত্তরপ্রদেশে সপা-বসপা জোট হতেই মায়াবতী এখন বিজেপির টার্গেট হয়ে গিয়েছে। বিজেপি বিধায়কের কু-কথার বাণ ছুটিয়ে নিশানা করলেন বিএসপি নেত্রী মায়াবতীকে।

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে সপা-বসপা জোট হতেই মায়াবতী এখন বিজেপির টার্গেট হয়ে গিয়েছে। বিজেপি বিধায়কের কু-কথার বাণ ছুটিয়ে নিশানা করলেন বিএসপি নেত্রী মায়াবতীকে। বিজেপি বিধায়ক সাধনা সিং মায়াবতীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসেন। সপা-বসপা জোট সম্পর্কে বলতে গিয়েই মাত্রা ছাড়ালেন বিজেপি বিধায়ক।

‘গেস্ট হাউস’ সংঘর্ষের খোঁটা

‘গেস্ট হাউস’ সংঘর্ষের খোঁটা

মুঘলসরাইয়ের বিজেপি বিধায়ক সাধনা সিং এক জনসভায় বলেন মায়াবতীকে নিশানা করেন। তিনি বলেন, সপা-বসপার নেতাদের ‘গেস্ট হাউস' সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনা তুলে ধরেন বিজেপি বিধায়ক। ওই ঘটনায় মায়াবতীর শ্লীলতাহানি পর্যন্ত করা হয়েছিল বলে অভিযোগ তাঁর।

কোনও আত্মমর্যাদা বোধ নেই

কোনও আত্মমর্যাদা বোধ নেই

তিনি বলেন, মায়াবতীর কোনও আত্মমর্যাদা বোধ নেই। তাই এখন ক্ষমতার জন্য যাঁরা তাঁর শ্লীলতাহানি করেছিল, তাঁদের সঙ্গে জোট করছেন। শুধু ক্ষমতার জন্য নিজেদের বিক্রি করে দিচ্ছেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী।

হিজড়ার থেকেও খারাপ

শুধু এটুকুতেই থেমে থাকেননি বিজেপি বিধায়ক। তিনি বলেন, মায়াবতী হলেন মহিলা সমাজের কলঙ্ক। এমনকী তিনি পুরুষ না মহিলা, তা নিয়েও প্রশ্ন তোলেন সাধনা সিং। তিনি বলেন, মায়াবতী হিজড়ার থেকেও খারাপ।

বিজেপি ভয় পেয়ে গিয়েছে

বিজেপি ভয় পেয়ে গিয়েছে

সাধনা সিংয়ের এহেন মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে বসপা। বসপার সাংসদ সতীশ মিশ্র বলেন, সপা-বসপার জোট বিজেপির ঘুম কেড়ে নিয়েছে, তাই এমন কুরুচিকর আক্রমণ। বিজেপি বিধায়ক যে সমস্ত শব্দব্রহ্ম ব্যবহার করেছে, তাতে বোঝা যায় ওদের মানটা কোথায়। আর বিজেপি যে ভয় পেয়ে গিয়েছে, তা প্রতি পদে পদে প্রমাণ দিচ্ছে।

‘এ আমারও অপমান’

‘এ আমারও অপমান’

সাধনা সিংয়ের কুরুচিকর মন্তব্য নিয়ে অখিলেশ যাদব বলেন, মায়াবতীজিকে অপমান মানে আমারও অপমান। আর ওই বিধায়ক যা বলেছেন, তাতে দেশের মহিলাদের অপমান করা হয়েছে। তাঁর ওই ধরনের মন্তব্য বিজেপির অসহায়তাকে প্রকট করে দিচ্ছে।

ওই মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক

ওই মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক

মায়াবতীকে কটূ মন্তব্য করা নিয়ে কংগ্রেসও এক হাত নিয়েছে বিজেপি বিধায়কের। কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, রাজনৈতিক বিশ্বাসের তফাত থাকতে পারে। তা বলে একজন মহিলাকে এইভাবে আক্রমণ মেনে নেওয়া যায় না। তারপর একজন মহিলার মুখ থেকে ওই মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক।

English summary
BJP MLA Sadhana Singh attacks Mayawati to apply bad language. She says Mayawati is hermaphrodite.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X