For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ঘর ভাঙল কংগ্রেস, ছত্তিশগঢ়ের পাল্টা রাজস্থানে! ’১৯-এর বার্তা মোদীকে

বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে গত মাসেই রাজস্থানের বিজেপি বিধায়ক ইঙ্গিত দিয়েছিলেন তাঁর পরবর্তী গন্তব্য সম্বন্ধে। তা-ই সত্যি হল।

  • |
Google Oneindia Bengali News

এবার পাল্টা বিজেপিকে ধাক্কা দিল কংগ্রেস। রাজস্থানের বিজেপি বিধায়ক মানবেন্দ্র সিংকে দলে নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পর তিনি কংগ্রেসে যোগদান করেন। এই আভাস আগেই মিলেছিল। বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে গত মাসেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন তাঁর পরবর্তী গন্তব্য সম্বন্ধে।

ছত্তিশগড়ের বদলা রাজস্থানে

ছত্তিশগড়ের বদলা রাজস্থানে

ছত্তিশগড়ে কংগ্রেসের কার্যকরী সভাপতিকে ভাঙিয়ে এনেছিলন বিজেপি। এবার কংগ্রেস রাজস্থানে তার বগলা নিল বিজেপির বিধায়ককে নিজেদের দলে নিয়ে। বিজেপি বিধায়ক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংয়ের পুত্র মানবেন্দ্র সিংয়ের এই যোগদানে রাজস্থানে শক্তি বাড়ল কংগ্রেসের। এবার পাঁচ রাজ্যের নির্বাচন যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, তার প্রমাণ মিলছে এখন থেকেই।

কংগ্রেসে যোগ দিয়ে ভুল স্বীকার

অটলবিহারী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যশবন্ত সিং। কিন্তু মোদী জমানায় তাঁকে গুরুত্ব দেওয়া হয়নি। এতদিন পর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগ দিয়ে যশবন্ত-পুত্র বললেন তাঁর বিজেপিতে যোগ দেওয়া ভুল হয়েছিল। এবার রাজস্থান থেকে বিজেপি অপশাসনকে দূর করতে হবে। এবার কংগ্রেস জিতবেই।

‘কমল কা ফুল, বড়ি ভুল’

‘কমল কা ফুল, বড়ি ভুল’

রাজস্থানের বারমেঢ় জেলার পাছপাদ্রায় স্বাভিমান র‍্যালিতে নেতৃত্ব দিয়ে যশবন্ত-পুত্র মানবেন্দ্র সিং বলেন, কমল কা ফুল, বড়ি ভুল। অর্থাৎ বিজেপির সঙ্গে যুক্ত হওয়াটা যে তাঁর বড় ভুল সিদ্ধান্ত ছিল, তা খোলাখুলিই বলে দেন মানবেন্দ্র সিং। সেইসঙ্গে বিজেপিকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন, আসন্ন বিধানসভা নির্বাচনে হারের জন্য প্রস্তুত হন।

সমবেত কণ্ঠে কংগ্রেসের ‘জয়ধ্বনি’

সমবেত কণ্ঠে কংগ্রেসের ‘জয়ধ্বনি’

স্বাভিমান র‍্যালিতে বেরিয়ে বিজেপি সদ্য প্রাক্তন বিধায়ক মানবেন্দ্র সিং তাঁর স্বাভিমান সেনাদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, পরবর্তী সিদ্ধান্ত কী হওয়া উচিত। তখন সমবেত জনতা বলে ওঠে কংগ্রেসে যোগদান। মানবেন্দ্র সিং জানিয়েছেন, জনতার রায় তিনি গ্রহণ করবেন। সেইমতোই এদিন কংগ্রেস যোগ দিলেন।

আগেই কথা, এবার যোগদান

আগেই কথা, এবার যোগদান

কংগ্রেস সূত্রে খবর ছিল, বিজেপি ছাড়ার পর দলের সাধারণ সম্পাদক অশোক গেহলট এবং রাজস্থান কংগ্রেসের সভাপতি সচিন পাইলটের সঙ্গে মানবেন্দ্র সিং-এর কথা হয়েছে। তাঁরাও স্থানীয় কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলেছেন। বারমেঢ়ে মানবেন্দ্র সিং-এর যোগদান দলে কতটা প্রভাব ফেলতে পারে, সেই তথ্যও সংগ্রহ করেছেন তাঁরা। তারপরই যোগদান করানোর সিদ্ধান্ত

রাজপুত ভোটে ভাগ বসাবে কংগ্রেস

রাজপুত ভোটে ভাগ বসাবে কংগ্রেস

কংগ্রেস সূত্রে দাবি, মানবেন্দ্র সিং কংগ্রেসে যোগ দেওয়ায় রাজপুত ভোটে ভাগ বসাতে পারবে তারা। কেননা মানবেন্দ্রের স্বাভিমান র‍্যালিতে হাজির ছিলেন রাজপুত নেতারা। তাঁরাই সম্মিলিত আওয়াজ তুলেছে কংগ্রেসের পক্ষ থেকে। তারপর মানবেন্দ্র সিংয়ের স্বাভিমান সেনার পূর্ণ সমর্থনও কংগ্রেস পাবে। পাবে যশবন্ত সিংয়ের সহায়তাও।

যশবন্ত সিংয়ের বিজেপি বিরোধিতা

যশবন্ত সিংয়ের বিজেপি বিরোধিতা

২০১৪-র নির্বাচনে মানবেন্দ্র সিং-এর বাবা তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী যশবন্ত সিংকে টিকিট দেয়নি বিজেপি। নির্দল হিসেবে লড়াই করে পরাজিত হয়েছিলেন যশবন্ত সিং। অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারে অর্থ, প্রতিরক্ষা এবং বিদেশ দফতরের দায়িত্ব সামলেছেন এককালে। কিন্তু মোদী জমানায় সম্মান না পেয়ে বিজেপি বিরোধিতায় নামেন যশবন্ত।

মানবেন্দ্রের নিশানায় বসুন্ধরা

মানবেন্দ্রের নিশানায় বসুন্ধরা

রাজনৈতিক মহলের মতে, যশবন্ত সিংকে ছেটে ফেলার পিছনে রয়েছেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। মানবেন্দ্র সিংও যে সেই কারণে ক্ষুব্ধ হয়েছিলেন। তাই তিনি বসুন্ধরা রাজে সরকার ফেলতে বদ্ধপরিকর। বসুন্ধরা রাজের ৪০ দিনের গৌরব যাত্রার পাল্টা স্বাভিমান যাত্রা করেন মানবেন্দ্র সিং। তোপ দাগেন বসুন্ধরা রাজেকেও।

রাহুলের আশ্বাস

এদিন কংগ্রেসে যোগ দেওয়ার আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন মানবেন্দ্র সিং। তিনি সাক্ষাৎপর্বের পর বলেন, রাহুলজি তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তিনি পাশে থাকবেন বলেও জানিয়েছেন। এবারের নির্বাচন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে বলে জানান তিনি।

English summary
BJP MLA of Rajasthan Manbendra Singh joins in Congress before Assembly Election. Congress gives message of 2019 also to Narendra Modi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X