For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংবিধান না মানলে ছিঁড়ে ফেলুন, সিএএ বিরোধিতায় বিস্ফোরক বিজেপি নেতা

Google Oneindia Bengali News

এবার সিএএ-র বিরোধিতায় সরব হলেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের বিধায়ক নারায়ণ ত্রিপাঠী। সংশোধিত নাগরিকত্ব আইনটি দেশে বিভেদ সৃষ্টি করছে, এমন অভিযোগ এনে নারায়ণ ত্রিপাঠী অভিযোগের সুরে বলেছেন, 'এই আইনের জেরে গৃহ যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।'

'ধর্মের ভিত্তিতে দেশভাগ করা ঠিক নয়'

'ধর্মের ভিত্তিতে দেশভাগ করা ঠিক নয়'

মঙ্গলবার মধ্যপ্রদেশের গেরুয়া শিবিরের ওই বিধায়কের মন্তব্য, 'ধর্মের ভিত্তিতে দেশভাগ করা ঠিক নয়।' তিনি আরও বলেন, 'হয় আপনি বাবাসাহেব অম্বেদকরের লেখা সংবিধান মেনে চলুন, না হলে ছিঁড়ে ফেলে দিন।'

'আমি এখনও বিজেপিতেই রয়েছি'

'আমি এখনও বিজেপিতেই রয়েছি'

উল্লেখ্য, এর আগেও মধ্যপ্রদেশের কংগ্রেস ও সমাজবাদী পার্টির সরকারকে সমর্থন করেছিলেন ত্রিপাঠী। গত বছর মধ্যপ্রদেশ বিধানসভায় একটি বিল নিয়ে ভোটাভুটিতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন তিনি। যদিও সে সময় তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি বিজেপি। বিরোধীদের দাবি, তিনি এখনও বিজেপির সদস্য। এই বিষয়ে নারায়ণ নিজেও বলেন, 'আমার কংগ্রেসে যোগ দেওয়ার কোনও ইচ্ছা নেই। আমি এখনও বিজেপিতেই রয়েছি।'

গৃহযুদ্ধের মতো পরিস্থিতি

গৃহযুদ্ধের মতো পরিস্থিতি

দেশের প্রতিটি রাস্তায় গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের দেশের জন্য এটি মারাত্মক। গৃহযুদ্ধের মতো পরিস্থিতিতে আমরা উন্নয়ন কল্পনা করতে পারি না। আমি যখন এ জাতীয় পরিস্থিতি সম্পর্কে সচেতন হয়েছি তখন থেকেই আমি এটির বিরোধিতা করেছি। শুধু আমার নির্বাচনী এলাকা মাইহারেই নয়, একই পরিস্থিতি দেশের বিভিন্ন জায়গায়।'

'গ্রামের মানুষ কী ভাবে নাগরিকত্বের প্রমাণ দেবে?'

'গ্রামের মানুষ কী ভাবে নাগরিকত্বের প্রমাণ দেবে?'

তিনি আরও অভিযোগ আনেন, 'আমার এলাকার মতো গ্রামীণ এলাকাতে রেশন কার্ড বানানোই খুব কঠিন একটা কাজ। সেখানে অনেকেরই আধার কার্ডও নেই। সেখানে কী করে মানুষরা তাদের নথি জমা দিয়ে নাগরিকত্বের প্রমাণ দেবে? বিজেপি দেশের ঐক্যের কথা বলে কিন্তু তারা বর্তমানে দেশে উত্তেজনা ছড়ানোর কাজ করছে।'

English summary
bjp mla of madhyapradesh voiced against caa saying tear constitution if not abide by it
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X